ফারহানের ফিফটিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
২৪ জুলাই ২০২৫

আগের দুই ম্যাচে ব্যাট হাতে শুরুটা একদমই ভালো করনি পাকিস্তান। তবে একাদশে সুযোগ পেয়েই সেই চিত্র বদলে দিয়েছেন সাহিবজাদা ফারহান। ডানহাতি এই ব্যাটারের ঝড়ো ফিফটির সুবাদে সিরিজে প্রথমবারের মতো কোনো দল দেড়শ ছোঁয়া সংগ্রহ গড়েছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে ১৭৯ রান করতে হবে বাংলাদেশকে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৮ রান তোলে পাকিস্তান।
৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন ফারহান। ৪ ওভারে ৩৮ রান দিয়ে তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। ২২ রানে ২ উইকেট নেন নাসুম আহমেদ।
আগের দুই ম্যাচে শুরুতেই বিপর্যয়ে পড়া পাকিস্তানের শুরুটা এদিন ছিল একদমই আলাদা। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন ফারহান। ফখর জামানের বদলে একাদশে এসে ঝড় তোলেন বোলারদের ওপর। অপর প্রান্তে তাকে সঙ্গ দেন সাইম আইয়ুব। পাওয়ারপ্লেতে দলের খাতায় যোগ হয় ৫৭ রান, যা পুরো সিরিজে যেকোনো দলের জন্য সর্বোচ্চ।
২৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন ফারহান। গত মে মাসে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ফিফটির দেখা পান তিনি।
অষ্টম ওভারে সাইমকে (২১) ফিরিয়ে ৮২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম। এরপর রানের লাগাম টেনে ধরতে সচেষ্ট হন বোলাররা। ফারহানকেও তুলে নেন নাসুম। দুটি জীবন পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন মোহাম্মদ হারিস। ১৪ বলে ৫ রান করা এই ব্যাটারকে ফেরান তাসকিন।
হাসান নাওয়াজের ১৭ বলে ৩৩ রানের ঝড় থামান শরিফুল ইসলাম। পরের ওভারে হুসাইন তালাতকে (১) তুলে নেন সাইফউদ্দিন। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে দেড়শ পার করে পাকিস্তান। ২৭ রান করা এই ব্যাটারকে শেষ ওভারে ফেরান তাসকিন। ওই ওভারে ৫ রানে ২ উইকেট তুলে নিয়ে সফরকারীদের সংগ্রহ আর বড় হতে দেননি তিনি।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: