ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচে পাকিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ
২৪ জুলাই ২০২৫

তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল আগেই সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো বড় লক্ষ্য পাওয়ায় নিজেদের ব্যাটিংটা পরখ করে নেওয়ার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পাকিস্তান পেস তোপে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৪ রানে হেরে গেছে লিটন দাসের দল।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাহিবজাদা ফারহানের ফিফটিতে ৭ উইকেটে ১৭৮ রান তোলে পাকিস্তান। জবাবে ২০ বল আগে ১০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন।
গত মে-জুনে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর দেশটির বিপক্ষে এবার ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা, যার শুরুটা হয় প্রথম ওভারেই। সালমান মির্জার করা ওভারের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ দেখেন তানজিদ হাসান তামিম। পরের ওভারে ৮ রান করে বোল্ড হন লিটন। পুরো সিরিজে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ১৭ রান।
একাদশে ফেরা মেহেদী হাসান মিরাজও (৯) ফেরেন দ্রুত। পরের ওভারে জোড়া আঘাত হানেন মির্জা। আগের ম্যাচের ফিফটি হাঁকানো জাকের আলী (১) ও শেখ মাহেদীকে হাসানকে (০) বোল্ড করেন বাঁহাতি এই পেসার। ৬ ওভারে ২৯ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
সপ্তম ওভারে বোল্ড হন শামীম হোসেন পাটোয়ারী (৫)। পরের ওভারে সাজঘরের পথ দেখেন ১৭ বলে ১০ রান করা নাঈম শেখ। ৪১ রানের ভেতর ৭ উইকেট হারিয়ে একটা সময় একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ দিকে সাইফউদ্দিন ও টেইলএন্ডারদের ব্যাটে তা আর হয়নি।
মির্জার শিকার ৩ উইকেট, ২টি করে নিয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আগের দুই ম্যাচে শুরুতেই বিপর্যয়ে পড়া পাকিস্তানের শুরুটা এদিন ছিল একদমই আলাদা। ফখর জামানের বদলে একাদশে আসা ফারহান ঝড় তোলেন বোলারদের ওপর। পাওয়ারপ্লেতে দলের খাতায় যোগ হয় ৫৭ রান, যা পুরো সিরিজে যেকোনো দলের জন্য সর্বোচ্চ।
অষ্টম ওভারে সাইম আইয়ুবকে (২১) ফিরিয়ে ৮২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম। এরপর রানের লাগাম টেনে ধরতে সচেষ্ট হন বোলাররা। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে ৪১ বলে ৬৩ রান করা ফারহানকেও তুলে নেন নাসুম। দুটি জীবন পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হওয়া মোহাম্মদ হারিসকে (৫) ফেরান তাসকিন আহমেদ।
হাসান নাওয়াজের ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের পর শেষ দিকে নাওয়াজের তাণ্ডবে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ২৭ রান করা এই ব্যাটারকে শেষ ওভারে তুলে নেন তাসকিন। ওই ওভারে ৫ রানে ২ উইকেট তুলে নিয়ে সফরকারীদের সংগ্রহ আর বড় হতে দেননি ডানহাতি এই পেসার। তার শিকার ৩ উইকেট। নাসুম নেন ২ উইকেট।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: