৩৭ বলে ডেভিডের রেকর্ড সেঞ্চুরি
২৬ জুলাই ২০২৫

শাই হোপের সেঞ্চুরিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্যই দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু টিম ডেভিডের ছক্কার বৃষ্টিতে সেটিই যেন ছোট হয়ে যায়। অজিদের হয়ে টি-টুয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের পর দ্রুততম শতকের রেকর্ডও গড়ে দলকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। আর এতেই দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে মিচেল মার্শের দল।
সেন্ট কিটসে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া সিরিজের তৃতীয় ম্যাচে হোপের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৪ উইকেটে ২১৪ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৩ বল আগেই লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।
বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির আগে ১৬ বলে ফিফটি হাঁকিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন ডেভিড। এরপর ১১ ছক্কা ও ৬ চারে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। ভেঙে দেন গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে জশ ইংলিসের ৪৩ বলে সেঞ্চুরির রেকর্ড।
টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের শুরুটা হয় দুর্দান্ত। ব্র্যান্ডন কিং ও হোপের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে দলের খাতায় যোগ হয় ৬৬ রান। উদ্বোধনী জুটি থেকে ৭০ বলে আসে ১২৫ রান। কিংকে (৬২) তুলে নিয়ে এই জুটি ভাঙেন মিচেল ওয়েন। এরপরই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।
পরের ব্যাটারদের আর কেউই ঝড় তুলতে পারেননি। দলকে একাই টেনে নিয়ে ৫৫ বলে শতক পূর্ণ করেন হোপ। শেষ পর্যন্ত ক্যারিবিয়ান অধিনায়ক অপরাজিত থাকেন ১০২ রান।
লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়াও। কিন্তু পাওয়ারপ্লেতে ৬৫ রান তুলতে শুরুর তিন ব্যাটারকে হারিয়ে বসে তারা। আগের দুই ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকানো ক্যামেরন গ্রিনও (১১) বেশিক্ষণ টিকতে পারেননি।
এরপরই ওয়েনকে নিয়ে স্বাগতিকদের ওপর তাণ্ডব শুরু করেন ডেভিড। একের পর এক বল সীমানা পার করে ট্র্যাভিস হেড ও মার্কাস স্টয়নিসের ১৭ বলে ফিফটির রেকর্ড ভেঙে দেন তিনি। ৯০ রানে একবার জীবনও পান এই ব্যাটার। সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন কিং। ১৭তম ওভারের প্রথম বলে চার মেরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি দলকে জয়ও এনে দেন ডেভিড। অপরপ্রান্তে ১৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৬ রানে অপরাজিত থাকেন ওয়েন।
দুই ব্যাটার পঞ্চম উইকেটে ৪৬ বলে ১২৮ রানের জুটি গড়ে আগের অস্ট্রেলিয়ান রেকর্ড ভেঙে দেন। এই উইকেটে আগের সর্বোচ্চ জুটিতেও ছিলেন ডেভিড। সেবার মিচেল মার্শের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েছিলেন তিনি।
একই মাঠে সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায়।
মন্তব্য করুন: