দ. আফ্রিকাকে হারিয়ে টানা জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার
১০ আগস্ট ২০২৫

আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে শুরু থেকেই আসা-যাওয়ার মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তবে টিম ডেভিডের ৮৩ রানের সুবাদে শেষ পর্যন্ত ১৭৮ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। এরপর বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ রানের জয় তুলে নিয়েছে তারা। এতেই নিজেদের ইতিহাসে টানা টি-টুয়েন্টি জয়ের রেকর্ড বাড়িয়েছে অজিরা।
রোববার ডারউইনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে রান তাড়ায় ৯ উইকেটে ১৬১ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। তিনটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও বেন ডোয়ার্শিস। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার এটি রেকর্ড টানা নবম জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা করে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত দেন অধিনায়ক মিচেল মার্শ। কিন্তু পরের তিন ওভারে একে একে সাজঘরের পথ দেখেন ট্র্যাভিস হেড (২), জশ ইংলিস (০) ও মার্শ (১৩)।
তবে তিন টপ-অর্ডারকে হারালেও আক্রমণাত্মক ব্যাটিং থামায়নি অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ও ডেভিডের তাণ্ডবে প্রথম ছয় ওভারেই দলের খাতায় যোগ হয় ৭১ রান। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগের বলে ১৩ বলে ৩৫ রান করে ফেরেন গ্রিন।
এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে স্বাগতিকরা। ৮ ওভারের ভেতর তারা হারায় ৬ উইকেট। ডোয়ার্শিসকে নিয়ে সপ্তম উইকেটে ৫৯ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহের ভিত গড়ে দেন ডেভিড। এরপর ন্যাথান ইলিসকে একপ্রান্তে রেখে বোলারদের ওপর ঝড় তুলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন ডানহাতি এই ব্যাটার। তবে এক্ষেত্রে অবদান আছে ট্রিস্ট্যান স্টাবসেরও। লং-অনে ৫৬ রানে থাকা ডেভিডের ক্যাচ ছাড়েন তিনি।
শেষ পর্যন্ত ডেভিডের ৫২ বলে ৮ ছক্কা ও ৪ চারে ৮৩ রানের ম্যাচসেরা ইনিংসটি থামান কোয়েনা মাফাকা। ইনিংসের শেষ বলে এলিস (১২) রানআউট হলে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে ২৬ টি-টুয়েন্টিতে এবারই প্রথম অলআউট হলো দেশটি।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারেই অধিনায়ক এইডেন মারক্রামকে (১২) তুলে নেন হ্যাজেলউড। পাওয়ারপ্লেতে তারা হারায় আরও দুই উইকেট, মোট রান আসে ৪৮।
চতুর্থ উইকেটে রায়ান রিকেলটন ও স্টাবসের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেওয়ার চেষ্টায় ছিল প্রোটিয়ারা। কিন্তু ১৫তম ওভারে জোড়া আঘাত হেনে সব তছনছ করে দেন হ্যাজেলউড। ওভারের তৃতীয় বলে স্টাবসকে (৩৭) তুলে নিয়ে ভাঙেন ৭২ রানের জুটি। শেষ বলে ফেরান জর্জ লিন্ডেকে। পরের ওভারে অ্যাডাম জ্যাম্পার জোড়া আঘাতে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় সফরকারীরা।
শেষ দিকে রিকেলটন চেষ্টা চালালেও তা যথেষ্ট ছিল না। শেষ ওভারে বাউন্ডারি লাইনে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচে থামেন ৫৫ বলে ৭১ রান করা এই ব্যাটার।
আগামী মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: