আশা ছাড়ছেন না জাকের

১৪ সেপ্টেম্বর ২০২৫

আশা ছাড়ছেন না জাকের

শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় আছে বাংলাদেশ। হাতে আছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। কিন্তু বাজে নেট রানরেটের কারণে সেটিতে জিতলেও সুপার ফোরে যাওয়ার নিশ্চয়তা মিলবে না লিটন দাসের দলের। তবে দলের অন্যতম সেরা ব্যাটার জাকের আলী জানিয়েছেন, আশা না ছেড়ে বরং পরের ম্যাচে জেতার মানসিকতা নিয়ে খেলবে চ্যাম্পিয়ন হতে আসা বাংলাদেশ।

শনিবার আবু ধাবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩২ বল উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। এমন হারে -.৬৫০ রানরেট নিয়ে তিনে থাকা বাংলাদেশের জন্য এখন ঘুরে দাঁড়ানোও কঠিন। .৭০ নেট রানরেট নিয়ে শীর্ষে থাকা আফগানিস্তানকে আগামী মঙ্গলবার হারাতে পারলেও অপেক্ষায় থাকতে হতে পারে বৃহস্পতিবার শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলের জন্য। ওই ম্যাচে আফগানিস্তান জিতলে নেট রান রেটে বাদ পড়ে যেতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার কাছে হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা জাকের এই সমীকরণ পুরোপুরি জানেন কিনা বোঝা গেল না।

আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্য খেলব। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই যাব। ছাড়া তো আর উপায় নেই।

আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হেরে আশা বাদ দেওয়া যাবে না।

ইনিংসের শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে জাকেরের ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ কিছুটা লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল। তবে বোলাররা আর জ্বলে উঠতে পারেননি।

মন্তব্য করুন: