এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স, নরওয়ের অপেক্ষা বাড়াল ইতালি
১৪ নভেম্বর ২০২৫
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ইউক্রেনকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফ্রান্স। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে মলদোভাকে হারিয়ে আর্লিং হলান্দের নরওয়ের মূলপর্বের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে ইতালি।
বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার প্যারিসে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফ্রান্স। সবগুলো গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে, পেনাল্টি থেকে যার শুরুটা করেন এমবাপ্পে।
৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। ৮৩তম মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। জাতীয় দলের জার্সিতে এই তারকা ফরোয়ার্ডের এটি ৫৫তম গোল। ৫৭ গোল নিয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলের রেকর্ড অলিভিয়ে জিরুর।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে এমবাপ্পের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দলের শেষ গোলটি করেন উগো একিতিকে।
পাঁচ ম্যাচে চার জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ৭।
মলদোভার মাঠে ‘আই’ গ্রুপের ম্যাচে ২-০ গোলের জয় পায় ইতালি। ৮৮তম মিনিটে জানলুকা মানচিনি দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ফ্রান্সেসকো এসপোসিতো।
জয়ের পরও বিশ্বকাপের মূলপর্বের আশা কেবল কাগজে-কলমেই টিকে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপের শীর্ষে থাকা নরওয়ের সঙ্গে তাদের গোলের ব্যবধান ১৭। সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে আছে ইতালি।
আগামী রোববার বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বিশ্বকাপে সরাসরি খেলতে ইতালিকে শুধু জিতলেই হবে না, ঘোচাতে হবে ১৭ গোলের ব্যবধানও। বাছাইপর্বের প্রথম দেখায় হলান্দের দলের কাছে ৩-০ গোলে হেরেছিল ইতালি।
এর আগে গ্রুপের অন্য ম্যাচে এস্তোনিয়াকে ৪-১ গোলে হারায় নরওয়ে। জোড়া গোল করেন হলান্দ ও আলেকসান্দার সরলথ। সবগুলো গোল হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।
এই নিয়ে জাতীয় দলের হয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পান হলান্দ। চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে থাকা এই ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটি ও জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচে মোট ৩০ গোল করলেন। আন্তর্জাতিক ফুটবলে ৪৭ ম্যাচে তার গোল এখন ৫৩টি।















মন্তব্য করুন: