৪০০ ক্যারিয়ার গোলের পর হাজারে চোখ এমবাপ্পের
১৪ নভেম্বর ২০২৫
জোড়া গোল করে ফ্রান্সের বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করতে ভূমিকা রাখার পাশাপাশি ক্যারিয়ারে ৪০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি এই তারকার মতে, আরও চারশ গোল করতে পারলে বলার মতো কিছু করতে পারবেন তিনি। এছাড়াও অসম্ভব মনে হলেও ১ হাজার গোলের দিকেও নজর রাখছেন এই ফরোয়ার্ড।
বৃহস্পতিবার প্যারিসে বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় ফ্রান্স।
৫৫তম মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোল করার পর ৮৩তম মিনিটে আরেকটি গোল করেন এমবাপ্পে। এই দুই গোলে ফ্রান্সের হয়ে জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা এখন ৫৫টি। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ৫৭টি গোল অলিভিয়ে জিরুর।
৪০০ গোলের মধ্যে ক্লাব পর্যায়ে ৩৪৫ গোল করেছেন এমবাপ্পে। নিজের প্রথম ক্লাব মোনাকোর হয়ে করেছেন ২৭টি। পিএসজিতে করেছেন ২৫৬টি। আর গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত করেছেন ৬২ গোল।
ম্যাচ শেষে এমবাপ্পে জানান, এমন মাইলফলক তার কাছে বড় কিছু নয়।
“৪০০ গোলে লোকে মুগ্ধ হয় না। মানুষকে চমক দেওয়ার মতো কিছু করতে হলে আরও ৪০০ গোল করতে হবে।”
শুধু ৮০০ গোলেই যে থামতে চান তা কিন্তু নয়, এমবাপ্পের চোখ ১ হাজার গোলের দিকেও। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সে পথে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা ৯৫৩টি।
“ক্রিস্তিয়ানো রোনালদোর ১ হাজার গোল? সেটি (ছোঁয়া) অবাস্তব। তবে অভাবনীয় কিছুর চেষ্টাই করা যাক। আমাদের একটাই ক্যারিয়ার, চেষ্টা করে যেতে হবে।”















মন্তব্য করুন: