ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ নরওয়ে

১৭ নভেম্বর ২০২৫

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ নরওয়ে

নরওয়েকে টপকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে ৯ গোলের ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল ইতালির। কিন্তু আর্লিং হলান্দের জোড়া গোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে নরওয়ে।

রোববার মিলানে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘আই গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারায় নরওয়ে। সবগুলো গোলই দ্বিতীয়ার্ধে করেছে তারা।

১৯৯৮ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে নরওয়ে। বাছাইপর্বে আট ম্যাচের সবকটিতে জিতে আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের টিকিট পেল তারা।

অন্যদিকে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইতালিকে খেলতে হবে প্লে-অফে। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলতে না পারার শঙ্কায় আছে সবশেষ ২০০৬ সালে চ্যাম্পিয়ন হওয়া দলটি। গত দুই আসরের বাছাইপর্বে প্লে-অফ হেরেছিল তারা।

একাদশ মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। কিন্তু এরপর প্রথমার্ধে আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি তারা।

৬৩তম মিনিটে সমতায় ফেরে নরওয়ে। এরপর ৭৮তম ও ৭৯তম মিনিটে জোড়া গোল করেন হলান্দ। এবারের বাছাইপর্বে আট ম্যাচের প্রতিটিতেই গোল করলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। দলের ৩৭ গোলের ১৬টিই এসেছে তার পা থেকে।

একই সঙ্গে ইউরোপীয় অঞ্চলের এক বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী হলান্দ। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবের্ট লেভানডফস্কি।

হলান্দের বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে দলের বড় জয় নিশ্চিত করেন ইয়োর্গেন স্ত্রান লারসেন।

মন্তব্য করুন: