এমবাপ্পের ৪ গোলের পরও কষ্টার্জিত জয় রিয়ালের

২৭ নভেম্বর ২০২৫

এমবাপ্পের ৪ গোলের পরও কষ্টার্জিত জয় রিয়ালের

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফেরাতে খুব একটা সময় নেননি কিলিয়ান এমবাপ্পে। সাত মিনিটের ভেতর হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি করলেন আরও এক গোল। তবে অলিম্পিয়াকোস শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ায় ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে শাবি আলোনসোর দল।

চ্যাম্পিয়নস লিগের পঞ্চম রাউন্ডে বুধবার প্রতিপক্ষের মাঠে ৪-৩ গোলের জয় পায় রিয়াল। ইউরোপ ক্লাব সেরার আসরে এবারই প্রথম অলিম্পিয়াকোসের মাঠে জয় পেল টুর্নামেন্টের সফলতম দলটি। আগের চারবারের দেখায় জয়হীন ছিল স্প্যানিশ জায়েন্টরা।

টানা তিন ম্যাচ জয়হীন থাকা রিয়াল এদিন গোল হজম করে ম্যাচের অষ্টম মিনিটে।

২২তম মিনিটে পাল্টা আক্রমণে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। ভিনিসুস জুনিয়রের বাড়ানো বল থেকে তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড। এক মিনিট পর আর্দা গুলেরের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে নেন তিনি। ২৯তম মিনিটে স্বদেশি এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি এই তারকা।

চলতি আসরে এটি এমবাপ্পের দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন কায়রাত আলমাতির বিপক্ষে। হ্যাটট্রিক করতে এমবাপ্পের সময় লাগে ৬ মিনিট ৪২ সেকেন্ড, যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে ৬ মিনিট ১৩ সেকেন্ডে তিন গোল করে দ্রুততম হ্যাটট্রিকের মালিক লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।

৫২তম মিনিটে এক গোল শোধ দেয় অলিম্পিয়াকোস। এর মিনিট আটেক পর নিজের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। ভিনিসুসের কাটব্যাক থেকে ছয় গজ বক্সের মুখ থেকে বল জালে জড়ান তিনি।

চলতি আসরে পাঁচ ম্যাচে ৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। আর রিয়ালের জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ২২টি।

৮১তম মিনিটে আরেকটি গোল করে ম্যাচ জমিয়ে তোলে স্বাগতিকরা। এরপর আক্রমণে চাপ বাড়ালেও রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি গ্রিক ক্লাবটি। ৪২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য নেওয়া ১৯ শটের মধ্যে আটটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে ১৩ শট নেওয়া রিয়ালের লক্ষ্যে থাকে পাঁচটি।

পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে আলোনসোর দল।

মন্তব্য করুন: