লিভারপুলের জয়রথ চলছেই, হারল চেলসি
২৪ সেপ্টেম্বর ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে লিভারপুল। সন হিউং-মিনের জোড়া গোলে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে টটনাম হটস্পার। আর নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হেরে গেছে চেলসি।
রোববার এনফিল্ডে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে যে কোনো প্রতিযোগিতামূলক আসরে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল।
ডি-বক্সে মোহাম্মদ সালাহকে ফাউল করা হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। নিজেই পেনাল্টি নিয়ে ১৮তম মিনিটে দলকে এগিয়ে দেন মিশরের এই তারকা ফরোয়ার্ড।
বিরতির তিন মিনিট আগে ক্রস থেকে অসাধারণ এক হেডে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান জ্যারোড বোয়েন।
ম্যাচের ৬০তম মিনিটে আলেক্সিস মাক আলিস্টারের বাড়ানো বলে দুর্দান্ত এক ভলিতে লিভারপুলকে এগিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেস।
ভালো খেললেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি অতিথিরা। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে ভার্জিল ফন ডাইকের হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন দিয়োগো ইয়োতা।
এ জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এলো অলরেডরা।
অন্যদিকে, টানটান উত্তেজনায় এমিরেটস স্টেডিয়ামে ২-২ গোলে শেষ হয়েছে আর্সেনাল ও টটনামের নর্থ লন্ডন ডার্বি।
ম্যাচের ২৬তম মিনিটে বুকায়ো সাকার শট টটনাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর গায়ে লেগে বল জালে জড়ালে এগিয়ে যায় আর্সেনাল।
বিরতির তিন মিনিট আগে জেমস ম্যাডিসনের ক্রসে টটনামকে সমতায় ফেরান অধিনায়ক সন।
৫৪তম মিনিটে আবারও গানারদের ত্রাণকর্তা হয়ে আসেন প্রতিপক্ষের রোমেরো। ডি-বক্সে তার হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট-কিক থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নিতে ভুল করেননি ইংলিশ বর্ষসেরা ফুটবলার সাকা।
তবে স্বাগতিকদের এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেননি সন। এক মিনিট পরেই আবারও ম্যাডিসনের সহায়তায় দলকে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ার এই তারকা।
এই ড্রয়ে সমান ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার ৪ ও ৫ নম্বরে অবস্থান করছে টটনাম ও আর্সেনাল।
দিনের আরেক ম্যাচে সমর্থকদের হতাশায় ডোবায় দল বদলে বিপুল অঙ্কের অর্থ খরচ করা চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১০ জনের দল নিয়ে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে তারা। এ হারে মৌসুমে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে রয়েছে পাঁচবারের প্রিমিয়ার লিগ জয়ীরা।
আগের দিন নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আরেক ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৯ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মন্তব্য করুন: