মোরাতার জোড়া গোলে রিয়ালকে হারাল আতলেতিকো
২৫ সেপ্টেম্বর ২০২৩

লা লিগায় আলভারো মোরাতার জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিতে হেরে মৌসুমে প্রথম পয়েন্ট হারাল রিয়াল।
রোববার আতলেতিকোর মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সামুয়েল লিনোর ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে পাঠান সাবেক রিয়াল ফরোয়ার্ড মোরাতা। ১৪ মিনিট পরেই হেডে ব্যবধান দ্বিগুণ করেন অতোয়াঁন গ্রিজমান।
শুরুর দিকেই দুই গোল খেয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে কার্লো আনচেলত্তির দল। ৩৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে ব্যবধান কমান জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
ম্যাচের ৪৪তম মিনিটে সফরকারীদের দলীয় এক প্রচেষ্টা ভেস্তে যায় অফসাইডে। ডি-বক্সের অনেকটা দূর থেকে জুড বেলিংহ্যামের দুর্দান্ত এক ক্রস থেকে আলাবার নেয়া শটটি লাগে গোলপোস্টে। সেখান থেকে ফিরে আসা বল জালে জড়ান এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে বেজে উঠে অফসাইডের বাঁশি।
দ্বিতীয়ার্ধের শুরুর মিনিটে আরও একটি গোল করেন মোরাতা। এতে পাঁচ গোল নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হলেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
এই ম্যাচের আগে লা লিগায় শেষ ১৪টি মাদ্রিদ ডার্বির কেবল একটিতে জিতেছিল আতলেতিকো।
এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে আতলেতিকো। অন্যদিকে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানো রিয়াল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।
শনিবার ঘরের মাঠে জোয়াও কানসেলোর শেষ মুহূর্তের গোলে সেলতা ভিগোকে ৩-২ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পৌঁছায় বার্সেলোনা। সমান পয়েন্টে নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা জিরোনা আছে দুইয়ে।
মন্তব্য করুন: