মায়োর্কায় হোঁচট খেল বার্সা

২৭ সেপ্টেম্বর ২০২৩

মায়োর্কায় হোঁচট খেল বার্সা

লা লিগায় মায়োর্কার বিপক্ষে দুবার পিছিয়ে পড়ার পর রাফিনিয়া ও ফেরমিন লোপেসের গোলে ড্র করছে বার্সেলোনা।

মঙ্গলবার মায়োর্কার মাঠে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচের অষ্টম মিনিটেই ভুল করে বসেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। তার ভুল পাস থেকে স্বাগতিকদের প্রথম আক্রমণ ফেরান ডিফেন্ডার রোনালদ আরাউহো। তবে ফিরতি বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন মায়োর্কা ফরোয়ার্ড ভেদাত মুরিশি।

৪১তম মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচে ফেরান রাফিনিয়া। ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শট মায়োর্কার জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

সমতায় ফিরে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে এগিয়ে যেতে একের পর এক আক্রমণ চালায় শাভি এরনান্দেসের দল। তবে খুঁজে পায়নি জালের ঠিকানা। উল্টো বাড়ে বিপত্তি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে আবারও এগিয়ে যায় মায়োর্কা।

ম্যাচে বার্সেলোনাকে ফেরাতে আরও একবার ভূমিকা রাখেন রাফিনিয়া। ৭৫তম মিনিটে তার বাড়িয়ে দেয়া বল থেকে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার লোপেস। ফলে এই মৌসুমে এখনও অপরাজিত থাকল বার্সেলোনা।

সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে এই স্থান দখল করতে পারে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা জিরোনা এবং ১৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ভিয়ারিয়ালের মাঠে নামবে জিরোনা। অন্যদিকে নিজেদের মাঠে লাস পালমাসের বিপক্ষে খেলবে রিয়াল।

মন্তব্য করুন: