চোটে পরবর্তী দুই ম্যাচে অনিশ্চিত সাকা

২৭ সেপ্টেম্বর ২০২৩

চোটে পরবর্তী দুই ম্যাচে অনিশ্চিত সাকা

আর্সেনালের চোটগ্রস্ত ফুটবলারদের তালিকায় যুক্ত হলেন বুকায়ো সাকা। পরবর্তী দুই ম্যাচে সাকার খেলতে না পারার সংশয় দেখা দিয়েছে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিগ কাপের ম্যাচের আগে মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।

রোববার ঘরের মাঠে টটনাম হটস্পারের বিপক্ষে - গোলে ড্র হওয়া ম্যাচে চোট পান ইংল্যান্ড ফরোয়ার্ড সাকা। টটনামের বিপক্ষে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে রেকর্ড টানা ৮৬তম ম্যাচে মাঠে নেমে গোলও করেন এই ফরোয়ার্ড।

বুধবার লিগ কাপের তৃতীয় পর্বে ব্রেন্টফোর্ড এবং শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে সাকার খেলতে না পারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর্তেতা জানান তার না খেলার সম্ভাবনা আছে।

সাকা টটনামের বিপক্ষে ম্যাচের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। এটা ভালো লক্ষণ নয়। অনুশীলনেও অংশ নিতে পারেনি সে।

স্প্যানিয়ার্ড আরও জানান লিয়ান্দ্রো ত্রোসার, গাব্রিয়েল মার্তিনেলি এবং টমাস পার্তে চোটের কারণে দলে নেই।

এটা একটা লম্বা তালিকা। এই মুহূর্তে আমরা এই অবস্থায় আছি। নিশ্চিতভাবে আমাদের ফুটবলারদের ফিরে আসাটা প্রয়োজন।

মন্তব্য করুন: