শাভির জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে ছাঁটাই করতাম: বার্সা সভাপতি
৩ ফেব্রুয়ারি ২০২৪
চলতি মৌসুমে সময়টা এমনিতেই ভালো কাটছে না বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল থেকে ফিরতে হয়েছে খালি হাতেই। ইতোমধ্যেই লিগে শিরোপা দৌড় থেকেও প্রায় ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এমন টালমাটাল অবস্থায় যে কোনো ক্লাবই তাদের কোচকে চাকুরিচ্যুত করে থাকে। আর বার্সেলোনা সভাপতি জানিয়েছেন, শাভি এরনান্দেসের জায়গায় অন্য কোনো কোচ থাকলে তাকে এতদিনে ছাঁটাই করতেন।
গত শনিবার ঘরের মাঠে ভিয়ারেয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে ৫-৩ গোলে হারে বার্সেলোনা। আর এই হারের পর সবাইকে অবাক করে দিয়ে চলতি মৌসুম শেষে দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ শাভি। একই সঙ্গে দলটির সাবেক এই মিডফিল্ডার কোচদের ওপর ক্লাবের প্রবল চাপ তৈরি করার বিষয়টির সমালোচনাও করেন।
বার্সেলোনা লিগে শুধু যে শিরোপা দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে তা কিন্তু নয়, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়েও আছে তারা। দলের এমন অবস্থায় শাভির জায়গায় অন্য কেউ দলের দায়িত্বে থাকলে তা কখনোই মেনে নিতেন না ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। কাতালান ভাষার রেডিও চ্যানেল আরএসি ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, “শাভিকে ছাঁটাই করার কথা কখনোই আমার মাথায় আসেনি। তবে তার জায়গায় ভিন্ন কোনো কোচ থাকলে এই পরিস্থিতিতে আমি কোচকে এরই মধ্যে ছাঁটাই করতাম।”
“ভিয়ারিয়াল ম্যাচের পর ড্রেসিং রুমে সে আমাকে এটা (ক্লাব ছাড়ার সিদ্ধান্ত) বলে। এটা আমার জন্য বিস্ময়কর ছিল। কারণ আমরা এমনটা কখনোই ভাবিনি। আমি ভালোভাবে তার কথা শুনলাম কারণ সে অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন সৎ মানুষ। সে বার্সেলোনাকে ভালোবাসে।”
তবে শাভি মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেও তাকে ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত লাপোর্তা।
“আমার মনে হয়েছিল, (ভিয়ারেয়ালের বিপক্ষে ওভাবে) হারের কারণেই শাভি হঠাৎ ওই সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরে তার ভাবনাটা আমি শুনেছি এবং বুঝতে পেরেছি যে, সে এই বিষয়ে অনেক ভেবেছে। অনেক কিছু ভেবেই সে কথাটা বলেছে। সে বলেছে যে, চলতি মৌসুম শেষে সরে দাঁড়াবে এবং চুক্তির বাকি একটা বছর ছেড়ে দেবে। আমি অবশ্য বলে দিয়েছি, তাকে ধরে রাখতে যদি আমাদের লড়াই করতে হয়, তো করব।”
মন্তব্য করুন: