টটনামে ১০ বছরের পথচলার ইতি টানছেন সন

টটনামে ১০ বছরের পথচলার ইতি টানছেন সন

সন হিউং-মিনের নেতৃত্বে ইউরোপা লিগে জিতে গত মৌসুমেই দীর্ঘ শিরোপা খরা কাটিয়েছিল টটনাম হটস্পার। কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই দল ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার এই তারকা। এই গ্রীষ্মেই ইংলিশ ক্লাবটির সঙ্গে ১০ বছরের পথচলার ইতি টানছেন তিনি।

শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান সন। টটনামের সঙ্গে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত ছিল।

২০১৫ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে উত্তর লন্ডনের ক্লাবটিতে যোগ দেন সন। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করে টটনামের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন তিনি। ২০২১-২২ মৌসুমে জিতেছেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট।

গত মে মাসে সনের নেতৃত্বে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছর পর কোনো শিরোপা জেতে টটনাম। প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে থেকে মৌসুম শেষ করলেও এই জয়ে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগও পেয়েছে দলটি।

রোববার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে সন বলেন, “এই গ্রীষ্মেই আমি ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি ছিল আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত। ১০ বছর ধরে এক ক্লাবে খেলার বিষয়টি নিয়ে আমি বেশ গর্বিত। আমার মনে হয় আমি প্রতিদিন দলকে আমার সেরাটা দিয়েছি।

মাঠ মাঠের বাইরে আমি আমার সেরাটা দিয়েছি। ইউরোপা লিগ জয়ের মধ্য দিয়ে মনে হয়েছে, যা কিছু দেওয়ার, আমি তার সবটাই দিয়েছি।"

নিজের পরবর্তী গন্তব্যের বিষযে এখনও কিছু জানাননি সন। তবে ব্রিটিশ গণমাধ্যমের মতে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিতে পারেন তিনি।

নিজ দেশে টটনামের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা সনের নেতৃত্বে দল মাঠে নামবে জানিয়ে নতুন কোচ টমাস ফ্র্যাঙ্ক বলেন, “সন সবদিক থেকেই সত্যিকারের স্পার্স কিংবদন্তি।

আগামী ১৩ আগস্ট উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজির মুখোমুখি হবে টটনাম। তবে সেই ম্যাচের আগেই ক্লাব ছাড়তে পারেন সন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add