লা লিগায় রিয়ালের ম্যাচ পেছানোর অনুরোধ প্রত্যাখ্যান

লা লিগায় রিয়ালের ম্যাচ পেছানোর অনুরোধ প্রত্যাখ্যান

ক্লাব বিশ্বকাপে ব্যস্ত সময় কাটানোর কারণে আসন্ন লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ পেছানোর অনুরোধ করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সেই অনুরোধ খারিজ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে গত ৯ জুলাই ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল। লা লিগার ২০২৫-২৬ মৌসুমে তাদের প্রথম ম্যাচের সূচি ঠিক করা হয় আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে, ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে। ফলে দুই ম্যাচের মাঝে ৪১ দিনের বিরতি পায় রিয়াল।

রিয়ালের দাবি ছিল, ম্যাচের নির্ধারিত তারিখটি স্পেনের পেশাদার ফুটবলের যৌথ চুক্তিতে উল্লেখিত “ন্যূনতম বিশ্রাম ও প্রস্তুতির সময়সীমা লঙ্ঘন করছে।

তবে বৃহস্পতিবার দেওয়া রায়ে ফুটবল ফেডারেশনের এক বিচারক এই আবেদন খারিজ করে জানান, মাদ্রিদের খেলোয়াড়রা ১১ জুলাই থেকে বিশ্রামে আছেন এবং এতে করে তারা যৌথ চুক্তিতে নির্ধারিত ২১ দিনের নিরবচ্ছিন্ন বিশ্রাম পেয়েছেন।

বিচারকের মতে, এই চুক্তিতে পরে ২১ দিনের অতিরিক্ত শারীরিক ও কৌশলগত প্রস্তুতির কোনো বাধ্যতামূলক উল্লেখ নেই, যেটি রিয়াল মাদ্রিদ ও খেলোয়াড়দের সংগঠন এএফই দাবি করেছিল।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য রিয়াল মাদ্রিদের হাতে আছে ৪৮ ঘণ্টা সময় আছে।

স্প্যানিশ জায়েন্টদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবারের লিগ শুরু করবে ১৬ আগস্ট রিয়াল মায়োর্কার মাঠে। অন্যদিকে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ ১৭ আগস্ট খেলবে এস্পানিওলের বিপক্ষে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add