বার্সায় বিষিয়ে উঠেছে শাভির জীবন

৩ ফেব্রুয়ারি ২০২৪

বার্সায় বিষিয়ে উঠেছে শাভির জীবন

দলের পারফরম্যান্স ভালো নয়, মাঠের বাইরে প্রবল চাপ। সব মিলিয়েই সম্প্রতি বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শাভি এর্নান্দেস। মৌসুম শেষে তিনি কাতালান ক্লাবটি ছেড়ে যাবেন। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েই তিনি ক্লাবটির বার্সেলোনা পরিবেশ নিয়ে সমালোচনা করে যাচ্ছেন। আরও একবার তিনি জানালেন, বার্সেলোনায় তার জীবন কতটা বিষিয়ে উঠেছিল।

আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে বার্সেলোনার এই কিংবদন্তি বলেন, আমি চলে যাচ্ছি কারণ, আড়াই বছর হয়ে গেল এখানে, কিন্তু বার্সা কোচ হওয়ার কোনো বাড়তি খোরাক এখানে নেই। অনেক কিছুর সঙ্গে যদি নিত্য লড়তে হয়, তাহলে ক্লান্তিতে অবসন্ন লাগে। প্রতিদিনের কাজ উপভোগ্য হয় না। এখানে যেসব ম্যানেজার অনেক সাফল্য পেয়েছে, তাদের ক্ষেত্রেও এই অবস্থা দেখেছি।

অন্য ক্লাবগুলোর পরিবেশের সঙ্গে বার্সার তুলনা টেনে শাভি আরও বলেন, অন্য ক্লাবে ঠিকই কাজের খোরাক থাকে। জাহোবা আর্‌রাহাতের (ওসাসুনা কোচ) সঙ্গে কথা হচ্ছিল আমার। তিনি বলেছেন, সোমবার থেকে শুক্রবার সময়টা তিনি উপভোগ করেন। আমি তা উপভোগ করি না। বড় পার্থক্য আছে এখানে। আমি নিজে সোমবার থেকে শুক্রবার উপভোগ করতে পারি না। ইংল্যান্ড, জার্মানি ও অন্যান্য দেশে আমি নিশ্চিত, তারা পেশাটা উপভোগ করেন। এটিই আমি ক্লাব প্রেসিডেন্টকে বলেছি।

২০২১ সালে বার্সার চরম দুঃসময়ে কোচের দায়িত্ব নিয়েছিলেন শাভি। তার অধীনে গত মৌসুমে লা লিগা ও সুপারকাপের ট্রফি জয় করে বার্সেলোনা। কিন্তু প্রাপ্য কৃতিত্ব তাকে কখনোই দেওয়া হয়নি বলে দাবি শাভির, আমরা যা কাজ করেছি, স্পেনের বাইরে ঠিকই তা মূল্যায়ন করা হয়। খেলাটায় সত্যিকারের লোক যারা, তারা ঠিকই আমাদের কাজটাকে মূল্য দেয়। সবাই আমাদের কাজের আমাদেরকে অভিনন্দন জানায়। এমনকি লা লিগার অন্য অনেক কোচও শুভেচ্ছা জানায় কিন্তু এখানে, স্পেনে আমাদেরকে মূল্যায়ন করা হয় না।

মন্তব্য করুন: