লাল কার্ড দেখে ক্ষুব্ধ শাভি বললেন, ‘এটা অন্যায্য’

১৮ মার্চ ২০২৪

লাল কার্ড দেখে ক্ষুব্ধ শাভি বললেন, ‘এটা অন্যায্য’

আতলেতিকোর মাঠে বার্সেলোনার দারুণ জয়ের রাতে লাল কার্ড দেখেছেন শাভি এর্নান্দেস। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করায় দুই মিনিটের ব্যবধানে তাকে দুটি হলুদ কার্ড দেখতে হয়। দলের জয়ে শেষ পর্যন্ত স্বস্তি পেলেও লাল কার্ডের সাজা হজম করতে পারছেন না শাভি। তিনি স্পষ্ট করে বলেছেন, তার সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে।

ঘটনার শুরু ম্যাচের ৪০তম মিনিটে। বার্সেলোনা তখন ১-০ গোলে এগিয়ে। ওই সময় অ্যাক্সেল উইটসেলের চ্যালেঞ্জে লেভানডফস্কি পড়ে গেলে টাচলাইনে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন শাভি। এজন্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি। একটু পর ইলকাই গিনদোয়ান ফাউলের শিকার হলে আবার বার্সেলোনা কোচকে ফের উত্তেজিত অবস্থায় ডাগ আউটে দেখা যায়। রেফারিও তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাতে দেরি করেননি। মাঠ ছাড়ার সময়ও রাগে গজরাতে দেখা যায় শাভিকে।

৩-০ গোলে জয়ের পর শাভি সাংবাদিকদের বলেন, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার দল। তারা (রেফারি) আমাকে বলেছে যে, আমার আচরণের জন্য লাল কার্ড দেখানো হয়েছে। আমি একদম কিছুই বলিনি। আমি চেষ্টা করি সম্মান করতে। আবেগের তীব্রতা থেকেই নানা অঙ্গভঙ্গি করি এবং চাই আমার দল যেন জেতে। আমার মনে হয়, এই লাল কার্ড অপ্রয়োজনীয় ও অন্যায্য। তবে সিদ্ধান্ত মেনে নিতেই হবে। তবে দলের পারফর্ম্যান্সে আমি খুবই খুশি। আমাদের ধরন ও দর্শনের দিক থেকে একদম আদর্শ এক ম্যাচ।

মন্তব্য করুন: