দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন শাভি

৩০ মার্চ ২০২৪

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন শাভি

প্রকাশিত সংবাদের ব্যাপারে আপত্তি থাকায় দুজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। সেইসঙ্গে হুঁশিয়ার করে বলেছেন, কোনো ধরনের মিথ্যা তিনি সহ্য করবেন না। যে দুজন সাংবাদিকের বিরুদ্ধে শাভি মামলা করেছেন, তাদের নাম হাভিয়ের মিগুয়েল ও ম্যানুয়েল জাবোইস। দুজনেই সম্প্রতি শাভির বিরুদ্ধে এমন কিছু তথ্য প্রকাশ করেছিলেন, যেগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন বার্সা কোচ।

হাভিয়ের ম্যাগুয়েল নামের ওই সাংবাদিক স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি করেন, শাভি তার কোচিং স্টাফদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। বার্সা কোচ নাকি স্টাফদের ফোন টেবিলের ওপর রাখতে বলেছিলেনতাদের মধ্য থেকে কেউ তথ্য ফাঁস করেছে কিনা সেটা বোঝার জন্য। তবে শাভি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

অন্যদিকে এল পাইস এর সাংবাদিক জাবোইস এক টিভি অনুষ্ঠানে দাবি করেন, প্রকাশিত সংবাদ নিয়ে বার্সা কোচ শাভি নাকি তার কাছে কিছু ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন। জাবোইসের ভাষায়, বার্তাগুলো এসেছে শাভির কাছ থেকে। আমি আপনাদের বার্তাগুলো নিয়ে বলব না, কারণ সেগুলো ব্যক্তিগত। আর সেসব খুব নোংরা ছিল। সে নিজেও এগুলো জনসমক্ষে বলেনি, এটুকুই।

শাভি এই সংবাদেরও প্রতিবাদ জানালে জাবোইস পরবর্তীতে নিজের অবস্থান থেকে সরে আসেন। তিনি বলেন, শাভি সরাসরি নিজে যোগাযোগ করেননি, তৃতীয় পক্ষের মাধ্যমে করেছিলেন। তবে এতেও শেষরক্ষা হয়নি জাবোইসের। মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা দেওয়া শাভি জাবোইস এবং ম্যাগুয়েলের বিরুদ্ধে মামলা করেছেন।

সেই মামলার বিষয়ে শাভি বলেছেন, এমনটা আমার সঙ্গে এর আগে কখনোই হয়নি। আমি সমালোচনা বুঝতে পারি, তবে সবকিছুর একটা সীমা আছে। মিথ্যা এবং মনগড়া সংবাদ পরিবেশন আমি যা সহ্য কবর না। আমার মনে হয় এটা বলার সময় হয়েছে যে- অনেক হয়েছে। এটা অনেক বড় মিথ্যা।

মন্তব্য করুন: