অবশেষে ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ পেলেন কেইন

অবশেষে ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ পেলেন কেইন

পেশাদার ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন পাঁচশর ওপরে। গোল করেছেন প্রায় চারশর কাছাকাছি। কিন্তু দেড় দশকের এই ক্যারিয়ারে একটি শিরোপা অধরাই ছিল হ্যারি কেইনের জন্য। ইংল্যান্ড অধিনায়কের সেই অপেক্ষার পালা এবার শেষ হয়েছে। বায়ার লেভারকুজেন পয়েন্ট হারানোয় জার্মান বুন্ডেসলিগার শিরোপা পুনরূদ্ধার করেছে তার দল বায়ার্ন মিউনিখ। একই সঙ্গে শিরোপা খরাও দূর হয়েছে কেইনের।

আরবি লাইপজিগের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচ ড্র হওয়ায় বুন্ডেসলিগার শিরোপা নিশ্চিত করতে পরের ম্যাচের অপেক্ষা করছিল বায়ার্ন। কিন্তু রোববার রাতে ফ্রেইবুর্কের সঙ্গে লেভারকুজেন ২-২ গোলে ড্র করায় তা আগেই নিশ্চিত হয়ে যায় তাদের।

৩২ ম্যাচে কেইনের দলের পয়েন্ট ৭৬। ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে লেভারকুজেন। লিগে বাকি আছে আর দুই রাউন্ড।

এবারের শিরোপা জয়ে জার্মান লিগে বায়ার্নের ট্রফির সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৪টিতে। অন্য কোনো দলের ৯টির বেশি লিগ শিরোপা নেই। গত মৌসুমে বায়ার্নের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্ডেসলিগা জিতেছিল লেভারকুজেন।

২০১০ সালে টটনাম হটস্পারের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন কেইন। ইংলিশ ক্লাবটির হয়ে খেলেছেন ২০২৩ সাল পর্যন্ত। এ সময় হয়ে যান ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু তাদের হয়ে একটি শিরোপাও জিততে পারেননি এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির সঙ্গে তিনটি ফাইনালে হারেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে দলটি হয় দ্বিতীয়।

অন্যদিকে ইংল্যান্ড দলের হয়ে সবশেষ দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) ফাইনাল থেকে খালি হাতে ফিরে আসতে হয় কেইনকে।

শৈশবের ক্লাব ছেড়ে গত মৌসুমে যোগ দেন বায়ার্নে কেইন। জার্মানিতে গোলে বন্যা বইয়ে দিলেও এতদিন শিরোপা অধরাই ছিল ৩১ বছর বয়সী এই তারকার। এবার সেই প্রতীক্ষার অবসান হয়েছে। বুন্ডেসলিগায় গত মৌসুমে ৩২ ম্যাচে তিনি ৩৬ গোল করেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচে তার গোল সংখ্যা ২৪টি। এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করতে পারলে বুন্ডেসলিগার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে নিজের প্রথম দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়বেন কেইন।

মন্তব্য করুন: