৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে রিয়াল অধিনায়ক কারভাহাল
২৮ সেপ্টেম্বর ২০২৫

মাংসপেশির চোটের কারণে মাঠ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কারভাহাল। স্প্যানিশ গণমাধ্যমের মতে, এই ডিফেন্ডারকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের মধ্যে সাতটিতে মাঠে নামেন কারভাহাল। শনিবার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে এক ঘণ্টা পর মাঠ ছাড়েন তিনি।
৩৩ বছর বয়সী এই স্প্যানিশ তারকা এসিএলের চোটের কারণে গত মৌসুমে ৯ মাস মাঠের বাইরে ছিলেন। গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল দিয়ে মাঠে ফেরেন তিনি।
রোববার এক বিবৃতিতে কারভাহালের ডান পায়ের মাংসপেশিতে চোটের কথা জানায় রিয়াল। তবে ক্লাবের তরফ থেকে তার মাঠে ফেরার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার মতে, প্রায় এক মাস মাঠের বাইরে থাকবেন তিনি। ফলে আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তার খেলার সম্ভাবনা কম।
আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন রিয়ালের দুই ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নোল্ড ও আন্টোনিও রুডিগার।
চ্যাম্পিয়নস লিগে আগামী বৃহস্পতিবার কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির মুখোমুখি হবে রিয়াল।
মন্তব্য করুন: