আলকারাসকে সরিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠছেন জোকোভিচ
২৯ আগস্ট ২০২৩

তরুণ প্রতিপক্ষ কার্লোস আলকারাসকে সরিয়ে ছেলেদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে যাচ্ছেন নোভাক জোকোভিচ। সোমবার রাতে ইউএস ওপেনে নিজের প্রত্যাবর্তন ম্যাচে জয়ে সেটি নিশ্চিত হয়েছে।
স্পেনের আলকারাসের কাছে উইম্বলডনের ফাইনাল হারা জোকোভিচ নিউ ইয়র্কে ফ্রান্সের আলেক্সান্দ্র মুলারকে ৬-০, ৬-২, ৬-৩ সেটে হারান।
কোভিড-১৯ ভ্যাকসিন না নেওয়ায় গত বছর ইউএস ওপেনে খেলার অনুমতি পাননি ৩৬ বছর বয়সী জোকোভিচ।
অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপায় ভাগ বসানোর লক্ষ্যে এবারের ইউএস ওপেন খেলছেন এই সার্বিয়ান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেন, “আমি অনেক ভালোভাবে শুরু করতে পেরেছি। … আমি কোর্টে নামার জন্য মুখিয়ে ছিলাম - দুই বছর পার হয়ে গেছে।”
এবারের ইউএস ওপেনে জোকোভিচ ও আলকারাস শীর্ষ দুই বাছাই হওয়ায় ফাইনাল ছাড়া একে-অপরের মুখোমুখি হতে পারবেন না।
মন্তব্য করুন: