প্যারিস অলিম্পিকে রুশ পতাকা দেখতে চান না ফরাসি প্রেসিডেন্ট

৭ সেপ্টেম্বর ২০২৩

প্যারিস অলিম্পিকে রুশ পতাকা দেখতে চান না ফরাসি প্রেসিডেন্ট

আগামী বছর প্যারিস অলিম্পিকে রাশিয়ার কোনো পতাকা উড়তে দেখতে চান না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাক্রোঁ। তবে প্রতিযোগিতায় অন্যভাবে রুশ অ্যাথলেটদের অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) হাতে ছেড়ে দিয়েছেন তিনি।

ক্রীড়া বিষয়ক ফরাসি দৈনিক লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে মাক্রোঁ বলেন, “প্যারিস গেমসে রাশিয়ার কোনো পতাকা অবশ্যই থাকতে পারবে না। আমি মনে করি এই বিষয়ে সবার সম্মতি রয়েছে। দেশ হিসেবে রাশিয়া এখানে আমন্ত্রিত নয় কারণ বর্তমানে তারা যুদ্ধাপরাধ শিশুদের নির্বাসিত করছে।

ফরাসি প্রেসিডেন্ট এখন দেখতে চান বিষয়ে অলিম্পিক সংস্থা কী ধরনের সিদ্ধান্ত নেয়। তবে বিষয়ে আইওসির সভায় ইউক্রেনের থাকা উচিত বলে মনে করেন তিনি।

ইতিমধ্যেই রাশিয়া বেলারুশের অ্যাথলেটরা অংশ নিলে অলিম্পিক বর্জনের হুমকি দিয়ে রেখেছে ইউক্রেন। তবে এই দুদেশের অ্যাথলেটরা নিজেদের দেশের পতাকা না নিয়ে নিরপেক্ষ পতাকা নিয়ে খেললে গেমসে অংশ নেবে ইউক্রেন।

মন্তব্য করুন: