সরকারের সঙ্গে আলোচনায় বিসিবি, বিশ্বকাপে খেলতে ‘অলৌকিক’ কিছুর আশা

২২ জানুয়ারি ২০২৬

সরকারের সঙ্গে আলোচনায় বিসিবি, বিশ্বকাপে খেলতে ‘অলৌকিক’ কিছুর আশা

টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে অলৌকিক কিছুর প্রত্যাশায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সরকারের সঙ্গে আলোচনার জন্য আইসিসির কাছ থেকে বাড়তি সময় চেয়ে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার অনলাইনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হলে বাংলাদেশের বদলে অন্য দলকে টুর্নামেন্টে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। অথচ বাংলাদেশ সরকার ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে।

আমিনুল বলেন, “আমি শেষবারের মতো আমার সরকারের সঙ্গে আলোচনার জন্য আইসিসি বোর্ডের কাছে সময় চেয়েছি। তারা বলেছে এটি একটি ন্যায্য যুক্তি এবং তাদেরকে সিদ্ধান্ত জানানোর জন্য আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।

আমি সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চাই না। আমরা জানি যে, ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা আমাদের এই অবস্থানেই অনড় আছি যে আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। আমি জানি আইসিসি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমরা আরও একবার সরকারের সাথে কথা বলব। আমি সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে আইসিসিকে অবহিত করব।

মাত্র একদিনের মধ্যে এত কিছু অর্জন করতে পারবেন কি না জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেন, “আমি আইসিসির কাছ থেকে অলৌকিক কিছুর (মিরাকল) আশা করছি। বিশ্বকাপে কে না খেলতে চায়?”

“বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে চায়। বাংলাদেশ সরকার চায় বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। কিন্তু আমরা মনে করি না যে ভারত আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ। একটি সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল খেলোয়াড়দের কথাই বিবেচনা করে না, তারা সবার কথা বিবেচনা করে।

বুধবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইসিসির সভায় বিসিবির প্রতিনিধি হিসেবে কেবল আমিনুলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ করে দেওয়া হয়েছিল। বিসিবির প্রস্তাবনা ছিল ‘বি গ্রুপে থাকা আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। ক্রিকইনফো জানতে পেরেছে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা তাদের গ্রুপে নতুন কোনো দল চায় না।

বিশ্বকাপের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের। ‘সি গ্রুপে লিটন দাসের দলের বাকি তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

মন্তব্য করুন: