বিশ্ব সাঁতারে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ৯২তম বাংলাদেশের এনি
২ আগস্ট ২০২৫

সিঙ্গাপুরে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৯২তম হয়েছেন বাংলাদেশের এনি আক্তার। অন্যদিকে ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতার ৫৫তম হয়েছেন সামিউল ইসলাম রাফি।
শনিবার ইভেন্টের হিটে ৩১ দশমিক ৩৯ সময় নিয়ে সাঁতার শেষ করেন এনি। সব হিট শেষে ৯২তম হন তিনি।
হিট থেকে প্রথম ১৬ জন সেমি-ফাইনালে যায়। ১৬তম স্থানে থাকা সাঁতারু সময় নেন ২৪ দশমিক ৮৯ সেকেন্ড।
একই দিন ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের হিটে ২৭ দশমিক ২১ সেকেন্ড সময় নেন রাফি। ১৬তম স্থানে থেকে সেমি-ফাইনালে পা রাখা শেষ প্রতিযোগী ২৪ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন।
অন্যদিকে গত বৃহস্পতিবার মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৮ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে ৭৭তম হন এনি।
এর আগে গত সোমবার ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮ দশমিক ৩৬ সময় নিয়ে ২৯তম হন রাফি।
মন্তব্য করুন: