পাকিস্তানকে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

২ অক্টোবর ২০২৫

পাকিস্তানকে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

মারুফা আক্তারের পেস তাণ্ডবের পর স্পিনারদের নৈপুণ্যে পাকিস্তানকে দেড়শর বেশ আগেই থামিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় কোনো চাপ ছাড়াই বাকি কাজটা করলেন ব্যাটাররা। অভিষিক্ত রুবাইয়া হায়দারের ফিফটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ১১৩ বল আগে লক্ষ্যে পৌঁছায় তারা।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। গত আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে সেবারও পাকিস্তানকেই হারিয়েছিল তারা। হ্যামিল্টনে ৯ রানের জয় পেয়েছিল জ্যোতির দল।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ৭ রানে এলবিডাব্লিউ হয়ে ফেরেন অভিজ্ঞ ফারজানা হক (২)। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারের (১০) সঙ্গে ২৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন রুবাইয়া।

তৃতীয় উইকেটে ৬২ রানের জুটিতে জয়ের পথ সুগম করে দেন রুবাইয়া ও জ্যোতি। ২৩ রান করা অধিনায়কের বিদায়ের পর ৬৪ বলে ফিফটি পূর্ণ করেন রুবাইয়া। বাঁহাতি এই ব্যাটার ৭৭ বলে ৮ চারে ৫৪ রানে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারি অপরাজিত থাকেন ২৪ রানে।

জয়ের ভিতটা এর আগে গড়ে দেন বোলাররা। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ইনিংসের পঞ্চম বলে দারুণ এক ইনসুইংয়ে ওমাইমা সোহাইলকে (০) বোল্ড করেন ম্যাচসেরার পুরস্কার পাওয়া মারুফা। পরের বলে আরেকটি দুর্দান্ত ইনসুইংয়ে ছন্দে থাকা সিদরা আমিনেরও লেগ স্টাম্প ভাঙেন ডানহাতি এই পেসার।

দ্বাদশ ওভারে ওপেনার মুনিবা আলীকে (১৭) তুলে নিয়ে ৪২ রানের জুটি ভাঙেন নাহিদা আক্তার। নিজের পরের ওভারে রামিন শামীমকে (২৩) ফিরতি ক্যাচে ফেরান এই বাঁহাতি স্পিনার।

এরপর লেগ স্পিনে ৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস ৩৮ ওভার ৩ বলে গুটিয়ে দেন স্বর্ণা আক্তার।

প্রথম ওভারে ২ উইকেট নেওয়া মারুফা হয়েছেন ম্যাচসেরা। দুটি উইকেট নেন নাহিদাও।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: