৪ ফিফটিতে প্রথম দিনে পাকিস্তানের ৩১৩
১২ অক্টোবর ২০২৫

ইমাম-উল-হক ও শান মাসুদের দেড়শ ছোঁয়া জুটিতে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। কিন্তু মাঝে কোনো রান যোগ না করতেই ৩ উইকেটে হারিয়ে চাপে পড়েছিল তারা। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার শতরানের জুটিতে ভালো অবস্থানে থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের উদ্বোধনী দিন পার করেছে স্বাগতিকরা।
রোববার লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩১৩ রান দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে এখন পর্যন্ত ১১৪ রান যোগ করেছেন রিজওয়ান ও সালমান।
ব্যাটিং সহায়ক উইকেটে শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। ম্যাচের তৃতীয় বলেই আব্দুল্লাহ শফিককে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন কাগিসো রাবাদা। তবে ইমাম ও মাসুদের ফিফটিতে শুরুর ধাক্কা কাটিয়ে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা।
অধিনায়ক মাসুদকে (৭৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দ্বিতীয় উইকেটের ১৬১ রানের জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেন অফ স্পিনার প্রেনেলান সুব্রায়ান। সঙ্গীর বিদায়ের পর দ্রুত সাজঘরের পথ দেখেন সেঞ্চুরির পথে থাকা ইমাম। দলীয় ১৯৯ রানে ৯৩ রান করা এই ওপেনারকে ফেরান সেনুরান মুথুস্যামি। একই ওভারে ফিরতি ক্যাচে সৌদ শাকিলকেও তুলে নেন এই বাঁহাতি স্পিনার। দুই ওভার পর বাবর আজমকে (২৩) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন দুই বছর পর টেস্ট খেলতে নামা সাইমন হারমার।
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলতে জুটি বাধেন রিজওয়ান ও সালমান। প্রোটিয়া স্পিন সামলে দু’জনই তুলে নেন ফিফটি। রিজওয়ান ৬২ ও সালমান ৫২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
মন্তব্য করুন: