ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে ভারত

১৩ অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে ভারত

জন ক্যাম্পবেল ও শাই হোপের সেঞ্চুরির ওপর ভর করে ইনিংস পরাজয় এড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় লিড খুব বড় করতে পারেনি তারা। লক্ষ্য তাড়ায় এক উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ভারত। শেষ দিন স্বাগতিকদের দরকার আর ৫৮ রান।

সোমবার দিল্লিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন ১২১ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেটে ৬৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ভারত। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

২ উইকেটে ১৭৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা ক্যারিবিয়ানদের হয়ে সেঞ্চুরি তুলে নেন ক্যাম্পবেল। ক্যারিয়ারের প্রথম শতকে ১১৫ রান করা বাঁহাতি এই ওপেনারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ১৭৭ রানের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। এরপর হোপ ও অধিনায়ক রোস্টন চেইজের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন হোপ। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১০৩ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন মোহাম্মদ সিরাজ। এরপর ক্যারিবিয়ান ইনিংসে ধস নামান কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরাহ। ৪০ রানের ভেতর ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে শেষ উইকেটে জেইডেন সিলসকে নিয়ে প্রতিরোধ গড়ে দলের লিড বাড়ান জাস্টিন গ্রেইভস। তারা ২২ ওভার ব্যাটিং করে দলের খাতায় যোগ করেন আরও ৭৯ রান। সিলসকে (৩২) ফিরিয়ে ক্যারিবিয়ানদের শেষ উইকেট তুলে নেন বুমরাহ। গ্রেইভস অপরাজিত থাকেন ৫০ রানে। ৩টি করে উইকেট নেন বুমরাহ ও কুলদীপ।

ছোট লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সোয়ালের (৮) উইকেট হারায় ভারত। বাকিটা সময় কোনো বিপদ ছাড়াই পার করেন লোকেশ রাহুল (২৫*) ও সাই সুদর্শন (৩০*)।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add