নিউ জিল্যান্ডের হয়ে আরও একটি সিরিজের বাইরে উইলিয়ামসন
১৩ অক্টোবর ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টুয়েন্টি সিরিজেও খেলেছেন না কেইন উইলিয়ামসন। তবে নিউ জিল্যান্ডের জন্য সুখবর হলো চোট কাটিয়ে দলে ফিরেছেন সাদা বলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র।
রোববার ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে নিউ জিল্যান্ড। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজে দলের বাইরে থাকা স্যান্টনার ও রবীন্দ্র ফিরলেও এখনও দলের বাইরে আছেন গুরুত্বপূর্ণ আরও অনেকে।
চোটের কারণে এখনও মাঠের বাইরে অলরাউন্ডার গ্লেন ফিলিপস, ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন, ওপেনার ফিন অ্যালেন ও পেসার উইল ও’রোক। এছাড়াও হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন বেন সিয়ার্স। ডানহাতি এই পেসারের মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।
নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকে বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন। দেশের হয়ে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নেমেছিলেন এই তারকা ব্যাটার। এরপর জিম্বাবুয়ের মাটিতে জাতীয় দলের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ ও টেস্ট সিরিজ চলাকালে তিনি ব্যস্ত ছিলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলেও ছিলেন না ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে তার ফেরার কথা থাকলেও সেটি হচ্ছে না। কোচ রব ওয়াল্টার জানান, গত মাস থেকে ছোটখাটো মেডিকেল সমস্যায় আছেন উইলিয়ামসন। তা থেকে সেরে উঠতে তাকে বাড়তি সময় দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে দেশটির সফলতম ব্যাটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
আগামী শনিবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ সোমবার। অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। ২৬ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের টি-টুয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেইমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সাইফার্ট।
মন্তব্য করুন: