মাহিদুলের ওয়ানডে অভিষেক, একাদশে সৌম্য

১৮ অক্টোবর ২০২৫

মাহিদুলের ওয়ানডে অভিষেক, একাদশে সৌম্য

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এছাড়া একাদশে ফিরেছেন সৌম্য সরকার।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। একাদশে আরও ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন চারজন – নাঈম শেখ, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

দেশের ১৫৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো মাহিদুলের। লিস্ট ‘এ ক্রিকেটে ডানহাতি এই ব্যাটার ৯০ ইনিংসে ৪৪ দশমিক ৫৩ গড়ে ৩ হাজার ৪২৯ রান করেছেন। ফিফটি হাঁকিয়েছেন ২৮টি, সেঞ্চুরি ৪টি।

অন্যদিকে গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচের পর এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে নামতে যাচ্ছেন সৌম্য। সেই ম্যাচে ৫ বলে খেলে শূন্য রানে বিদায় নিয়েছিলেন তিনি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৭১ ইনিংসে ৩২ দশমিক ৮০ গড়ে ২ হাজার ১৯৮ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ১৩টি ফিফটির পাশাপাশি ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, স্ট্রাইক রেট ৯৬ দশমিক ৩১।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: