দ. আফ্রিকার ক্যাচ মিসের মহড়ার দিনে ভালো অবস্থানে পাকিস্তান

২০ অক্টোবর ২০২৫

দ. আফ্রিকার ক্যাচ মিসের মহড়ার দিনে ভালো অবস্থানে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা একের পর এক ক্যাচ ছাড়ার সুযোগে আবদুল্লাহ শফিক ও শান মাসুদের ফিফটিতে ভালো অবস্থানে থেকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

সোমবার রাওয়ালপিন্ডিতে সিরিজের টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান।

লাহোর টেস্টের মতো এখানেও খেলা হচ্ছে স্পিন সহায়ক উইকেটে। প্রথম দিনে পিচে তেমন স্পিন না ধরলেও আলো ছড়ান প্রোটিয়া স্পিনাররা। তবে চারটি পরিষ্কার ক্যাচ না ছাড়লে হয়তো দিনটা নিজেদেরই করে নিতে পারত সফরকারীরা। ০, ১৫ ও ৪১ রানে জীবন পান শফিক। অন্যদিকে ৭১ রানে একবার জীবন পান মাসুদ। এছাড়াও অন্তত সাতবার বল ব্যাটের কানায় লেগে স্লিপ অথবা শর্ট লেগের সামনে পড়েছে।

কাগিসো রাবাদার করা দিনের প্রথম ওভারেই শফিককে ফেরানোর সুযোগ এলেও স্লিপে তার ক্যাচটি নিতে পারেননি ট্রিস্ট্যান স্টাবস। এরপর ইমাম-উল-হককে (১৭) বোল্ড করে ৩৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অফ স্পিনার সাইমন হারমার। একাধিক জীবন পাওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে শতরান যোগ করেন শফিক ও মাসুদ। ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি হাঁকানো শফিককে (৫৭) কট বিহাইন্ড করিয়ে ১১১ রানের এই জুটি ভাঙেন হারমার। 

দ্রুত বাবর আজমকে (১৬) তুলে নেন চোট কাটিয়ে একাদশে ফেরা কেশব মহারাজ। সেঞ্চুরির পথে থাকা অধিনায়ক মাসুদকেও (৮৭) ফেরান এই বাঁহাতি স্পিনার। দিনের শেষ বেলায় মোহাম্মদ রিজওয়ানকে (১৯) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা। সৌদ শাকিল ৪২ ও সালমান আলী আগা ১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

মন্তব্য করুন: