আসিফ-রাবাদার রেকর্ডের দিনে চাপে পাকিস্তান
২২ অক্টোবর ২০২৫

অভিষেকে ৫ উইকেট নেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বয়সী হিসেবে রেকর্ড গড়েছেন পাকিস্তানের আসিফ আফ্রিদি। তবে এই স্পিনারের রেকর্ড গড়ার দিনে ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ এক কীর্তি গড়েছেন কাগিসো রাবাদা। তার ও সেনুরান মুথুস্যামির ব্যাটে লিড নেওয়ার পর পাকিস্তানকে চাপে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। দ্বিতীয় ইনিংসে তারা এগিয়ে আছে ২৩ রানে। এর আগে মুথুস্যামি ও রাবাদার দশম উইকেটে ৯৮ রানের জুটির সুবাদে প্রথম ইনিংসে ৪০৪ রান তুলে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
৩৮ বছর ২৯৯ দিন বয়সে প্রথম টেস্ট খেলতে নামা আসিফ ৭৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েন।
১৯৩৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ৬ উইকেট নিয়েছিলেন ইংলিশ লেগ স্পিনার চার্লস ম্যারিয়ট। ওই ম্যাচ ৩৭ বছর ৩৩২ দিন বয়সে খেলতে নেমেছিলেন তিনি।
পাকিস্তানের জার্সিতে টেস্টে আসিফের চেয়ে বেশি বয়সে অভিষেক হয় কেবল একজনের। ১৯৫৫ সালের জানুয়ারিতে লাহোরে ভারতের বিপক্ষে ৪৭ বছর ২৪৮ দিন বয়সে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন অফ স্পিনার মিরান বখশ।
পাকিস্তানের স্পিন সামলে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন রাবাদা। ৬১ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭১ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
প্রোটিয়াদের হয়ে ১১ নম্বরে সবচেয়ে বেশি রানের আগের রেকর্ডটি ১১৯ বছরের পুরোনো ছিল। ১৯০৬ সালের মার্চে কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ রানে অপরাজিত ছিলেন অ্যালবার্ট ভোগলার।
রেকর্ড গড়া ইনিংস খেলার পথে টেস্টে ১১ নম্বর ব্যাটার হিসেবে দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকান রাবাদা, ৩৮ বলে। তার ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের শেইন শিলিংফোর্ড ২০১৪ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ব্যাটার হিসেবে ২৫ বলে ফিফটি করেছিলেন।
৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। ১৬ রানের ভেতর তিন টপ-অর্ডারকে হারায় তারা। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দলের চাপ সামাল দেওয়ার চেষ্টায় আছেন বাবর আজম। এই দুই অভিজ্ঞ ব্যাটার এখন পর্যন্ত ৩৪ রান যোগ করেছেন। বাবর ৪৯ ও রিজওয়ান ১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
মন্তব্য করুন: