হারমারের ঘূর্ণিতে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

২৩ অক্টোবর ২০২৫

হারমারের ঘূর্ণিতে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

দিনের শুরুতেই বাবর আজমকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ধসের শুরুটা করেছিলেন সাইমন হারমার। এরপর উইকেট শিকারে যোগ দিলেন কেশব মহারাজ। এই দুই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে লিডটা বড় করতে পারেনি পাকিস্তান। ছোট লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব্যাটিংয়ে উইকেটের জয়ে সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনের প্রথম ঘণ্টা শেষ হতেই ১৩৮ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। ৬৮ রানের লক্ষ্য তাড়ায় এইডেন মারক্রামের ঝড়ো ব্যাটিংয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই ম্যাচ নিজেদের করে নেয় প্রোটিয়ারা।

পাকিস্তানের মাটিতে এটি দক্ষিণ আফ্রিকার ১৮ বছর পর টেস্ট জয়। ২০০৭ সালের অক্টোবরে সবশেষ টেস্ট জিতেছিল তারা। এর মাঝে পাকিস্তানে খেলা তিন টেস্টের সবকটিতেই জেতে স্বাগতিকরা।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দেওয়ার নায়ক হারমার নেন উইকেট। নিজের ষষ্ঠ শিকারটি ধরে চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজারতম উইকেটটি নেন এই অফস্পিনার।

উইকেটে ৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা পাকিস্তানের হয়ে দ্বিতীয় বলে ফিফটি পূর্ণ করেন বাবর। তবে ইনিংস আর বড় করতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। হারমারের করা ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফেরেন তিনি। এরপর আর দাঁড়াতে পারেনি কেউই। দলীয় ১০৫ রানেই মোহাম্মদ রিজওয়ান (১৮), নোমান আলী () শাহিন শাহ আফ্রিদি () সাজঘরের পথ দেখেন। রিজওয়ানের পর নোমানকে ফেরান হারমার।

পরপর দুই ওভারে সালমান আলী আগা (২৮) সাজিদ খানকে (১৩) তুলে নিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন মহারাজ।

লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটি থেকেই ৬৪ রান আসে দক্ষিণ আফ্রিকার। মারক্রামকে (৪২) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন নোমান। একই ওভারে ট্রিস্ট্যান স্টাবসকেও ফেরান বাঁহাতি এই স্পিনার। পরের ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে ২৫ রানে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মহারাজের ঘূর্ণিতে দিশেহারা প্রথম ইনিংসে ৩৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। এরপর স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে কাবু হয়ে একটা সময় লিড নেওয়া থেকে বেশ দূরেই ছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ দুই উইকেটে সেনুরান মুথুস্যামি (৮৯*), মহারাজ (৩০), রাবাদার (৭১) ব্যাটিং দৃঢ়তায় ১৬৯ রান যোগ করলে ৪০৪ রানে অলআউট হয় তারা। লিড পায় ৭১ রানের।

প্রথম ইনিংসে উইকেটের পর দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মহারাজ।

মন্তব্য করুন: