টেস্টের নেতৃত্ব নিতেও প্রস্তুত মিরাজ
২৪ অক্টোবর ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মাসে সিরিজ দিয়ে চার মাস পর টেস্ট খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে লাল বলের ক্রিকেটে এখন দলে নেই কোনো অধিনায়ক। বিসিবির কাছ থেকে প্রস্তাব পেলে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
গত জুনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ শেষে সাদা পোশাকের দলের নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর দলের কোনো টেস্ট ম্যাচ না থাকায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আগামী ১১ নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
নতুন টেস্ট অধিনায়কের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় দলের তিন-চারজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হবে বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
একই দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে টেস্ট দলের নেতৃত্ব নেওয়ার বিষয়ে নিজের কিছু দাবির কথাও জানান এই মিরাজ।
“এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তারা কীভাবে কাকে চিন্তা করছে। যেহেতু আমি ওয়ানডে অধিনায়কত্ব করছি, যদি এরকম আসে (টেস্ট দলের নেতৃত্বের প্রস্তাব), তাদের সঙ্গে আমি আলোচনা করব, তাদের পরিকল্পনা কী, আমি কীভাবে ভাবছি।”
“যদি দেয় (টেস্ট নেতৃত্ব), অবশ্যই করব। তবে সেটার একটা পরিকল্পনা থাকতে হবে। তারা কীভাবে চায়, আমি কীভাবে জিনিসটাই চাই, দুই পক্ষ একসঙ্গে কথা বলে এবং মানসিকভাবে যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই সেটা ভালো হবে।”
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতলেও মিরাজের নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিতই। ফলে দীর্ঘ মেয়াদে তাকে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে কি না, সেই সংশয়ও আছে।
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নিজেকে অধিনায়ক হিসেবে দেখছেন কি না – এমন প্রশ্ন করা হলে মিরাজ বলেন, “আমি অত দূর পর্যন্ত এখন চিন্তা করছি না। আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এক বছরের ভিতর যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য (চেষ্টা করব)।“
“হ্যাঁ, আমি অনেক ম্যাচ হেরেছি। কিন্তু সবাই যদি পারফর্ম করত, সবাই যদি সবার খেলাটা খেলত… দল যদি ফলাফল না করে, অবশ্যই অধিনায়কের ওপরই আসে (দায়)। তবে দল যখন ভালো খেলে, তখন কিন্তু সবাই একত্রিত হয়ে খেলেছে বলেই পারফরম্যান্স হয়।”
“তবে আমি এটা চিন্তা করছি না। কারণ অধিনায়কত্ব অনেক দূর করতে হবে, অনেক বেশি করতে হবে, এরকম কোনো কিছু না। অধিনায়ক হয়তো আজকে আমি আছি, পরে আমার জায়গায় আরেকজন আসবে। দিনশেষে কিন্তু বাংলাদেশ। আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, এটাই হলো আমাদের লক্ষ্য।”















মন্তব্য করুন: