ক্যাচ নিতে গিয়ে পাওয়া চোটে হাসপাতালে আইয়ার

২৭ অক্টোবর ২০২৫

ক্যাচ নিতে গিয়ে পাওয়া চোটে হাসপাতালে আইয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে মারাত্মকভাবে চোট পাওয়া শ্রেয়াস আইয়ারকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা ভারতের এই ব্যাটার কবে নাগাদ ছাড়া পাবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সোমবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, বাঁ দিকের পাঁজরের নিচের অংশে চোট পেয়েছেন আইয়ার।

তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় শ্রেয়াস আইয়ার বাঁ পাশের নিচের পাঁজরের অংশে আঘাতজনিত চোট পেয়েছেন।

তার আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্ক্যানে দেখা গেছে, প্লীহার টিস্যুতে ছিঁড়ে যাওয়া ধরনের আঘাত রয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন, শারীরিক অবস্থায় স্থিতিশীল এবং ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন।

শ্রেয়াসের দৈনন্দিন অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ভারতীয় দলের চিকিৎসক সিডনিতে তার সঙ্গেই থাকবেন।

গত শনিবার সিডনিতে সিরিজের তৃতীয় ম্যাচে উল্টোদিক থেকে দৌড়ে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে যান ৩০ বছর বয়সী আইয়ার। সঙ্গে সঙ্গে পেটের বাঁ দিক চেপে ধরে কাতরাতে দেখা যায় তাকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়ার পর তিনি আর ম্যাচে ফেরেননি।

রোহিত শর্মার সেঞ্চুরি বিরাট কোহলির ফিফটিতে ম্যাচটি উইকেটে জিতে হোয়াইটওয়াশড হওয়া এড়ায় ভারত।

আগামী বুধবার ক্যানবেরায় শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজের দলে নেই আইয়ার।

মন্তব্য করুন: