টি-টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ

৫ নভেম্বর ২০২৫

টি-টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টুয়েন্টিতে ফিফটি হাঁকিয়ে এই ফরম্যাটে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম। ২০ ধাপ এগিয়ে বাঁহাতি এই ওপেনার আছেন ১৭ নম্বরে।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন তানজিদ।

চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে তিনটি করে চার-ছক্কায় ৪৮ বলে ৬১ রান করেছিলেন তানজিদ। এরপর শেষ ম্যাচে ৯ চার ও ৪ ছক্কায় ৬২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হওয়ায় ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ নিচে নেমে ২৯ নম্বরে চলে গেছেন সাইফ হাসান। টি-টুয়েন্টিতে ব্যাটারদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে তিনি আছেন দ্বিতীয় স্থানে।

টি-টুয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো সবার ওপরে আছেন ভারতের অভিষেক শর্মা। পরের দুটি অবস্থানে আছেন ফিল সল্ট ও তিলক ভার্মা।

বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে আছেন শেখ মাহেদি হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন এই অফস্পিনার।

টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন মুস্তাফিজুর রহমান। এক ধাপ নেমে ১২ নম্বরে আছেন এই বাঁহাতি পেসার। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ দুই টি-টুয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার পরও অবনতি হয়েছে রিশাদ হোসেনের। দুই ধাপ নেমে এই লেগ স্পিনার আছেন ২৬ নম্বরে।

বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ভারতের বরুন চক্রবর্তী। ২ ধাপ এগিয়ে দশম স্থানে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

টি-টুয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। ৩ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের অলরাউন্ড নৈপুণ্যে ৬ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইস।

মন্তব্য করুন: