ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে লাঞ্চের আগে চা বিরতি

১২ নভেম্বর ২০২৫

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে লাঞ্চের আগে চা বিরতি

গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে দিনের বিরতি যাচ্ছে পাল্টে। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে নেওয়া হবে চা বিরতি।

আগামী ২২ নভেম্বর বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ ম্যাচটি। গুয়াহাটির মাটিতে এটি হতে যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। মূলত প্রাকৃতিক আলোর সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

এই ম্যাচে ভারতের ঘরোয়া টেস্ট সময়সূচির তুলনায় আধা ঘণ্টা আগে শুরু হবে খেলা। কলকাতায় আগামী শুক্রবার শুরু হতে যাওয়া প্রথম টেস্ট শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। কিন্তু গুয়াহাটি টেস্টে টস হবে সকাল ৮টা ৩০ মিনিটে এবং খেলা শুরু হবে ৯টায়।

প্রথম সেশন চলবে সকাল ১১টা পর্যন্ত, এরপর ২০ মিনিটের চা বিরতি। দুপুর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত থাকবে মধ্যাহ্ন ভোজের বিরতি। আর তৃতীয় সেশন শেষ হবে বিকেল ৪টায়।

ভারতে কোনো টাইম জোন না থাকায় বাংলাদেশের প্রায় পূর্ব দিকে থাকা গুয়াহাটি আর পশ্চিমে থাকা নয়াদিল্লীর অফিশিয়াল সময় এক। অথচ গুয়াহাটিতে সূর্য ওঠে নয়া দিল্লীর প্রায় এক ঘণ্টা আগে। তাই ঘড়ির কাটা ধরে ভারতের ঘরোয়া টেস্ট সময়সূচি মেনে ম্যাচ শুরু হলে গুয়াহাটিতে সকালের অনেক আলো অপচয় হবে আর বিকেলে আলো পাওয়া যাবে না।

মঙ্গলবার ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, যিনি নিজেও গুয়াহাটির বাসিন্দা, বলেন, “এটি সম্পূর্ণ বাস্তবসম্মত সিদ্ধান্ত।উত্তর-পূর্ব ভারতে শীতকালে বিকেল চারটার পরই আলো কমে যায়। তাই আমরা সকাল ৯টা থেকেই খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

এই সিরিজ দিয়ে দুই দলই ফিরে পাচ্ছে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। পায়ের চোট কাটিয়ে ভারত দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। মাংসপেশির চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফিলেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে ভারত। আর গত চক্রের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আছে চতুর্থ স্থানে।

মন্তব্য করুন: