অ্যাশেজের প্রথম টেস্ট থেকে এবার ছিটকে গেলেন হ্যাজেলউড

১৫ নভেম্বর ২০২৫

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে এবার ছিটকে গেলেন হ্যাজেলউড

অ্যাশেজ সিরিজ শুরুর আগে পেস আক্রমণে আরেকটি বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে আগামী শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড।

শনিবার হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ডানহাতি এই পেসারের বাদ পড়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

চোটের কারণে প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক ও পেস আক্রমণের আরেক গুরুত্বপূর্ণ সদস্য প্যাট কামিন্সের খেলতে না পারার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল। কদিন আগে ছিটকে গিয়েছিলেন ব্যাকআপ পেসার হিসেবে দলে থাকা শন অ্যাবট।

গত বুধবার নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন হ্যাজেলউড ও অ্যাবট। সেদিনই স্ক্যান করানোর পর অ্যাবটের চোট ধরা পড়ে। প্রথম টেস্টের স্কোয়াডে তার না থাকা নিশ্চিত হয়ে যায়।

সেই স্ক্যানে হ্যাজেলউডের কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু শনিবার ফলো-আপ স্ক্যানে লো-গ্রেড পেশির চোট ধরা পড়ে।

হ্যাজেলউডের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মাইকেল নিসারকে। ২০২১ ও ২০২২ সালে দুটি টেস্ট খেলে সাত উইকেট নিয়েছেন তিনি। এবারের শিল্ডে শুরুটা দুর্দান্ত করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে চারশর বেশি উইকেট নেওয়া এই পেসার। তবে একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা কম।

মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে একাদশে থাকতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেন্ডান ডগেট। চলমান শিল্ডে দুই ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার।

২০১৪ সাল থেকে ঘরের মাঠে কেবল দুটি টেস্টে কামিন্স ও হ্যাজেলউডের দুজনকেই পায়নি অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন: