১৭ বছর পর নারী চেয়ারপার্সন পেল উইমেন্স উইং

১৮ নভেম্বর ২০২৫

১৭ বছর পর নারী চেয়ারপার্সন পেল উইমেন্স উইং

নারী ক্রিকেটারদের সাম্প্রতিক যৌন হয়রানীর অভিযোগের মাঝে ১৭ বছর পর নারী চেয়ারপার্সন পেল বিসিবি উইমেন্স উইং। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই দায়িত্বে পরিচালক রুবাবা দৌলাকে নিয়োগ দেওয়ার কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গত অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের পর উইমেন্স উইংয়ের প্রধান করা হয়েছিল সাবেক ক্রিকেটার ও নির্বাচক আবদুর রাজ্জাককে। এবার তাকে সেই বিভাগের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পরিবর্তন আনা হয়েছে আরও দুটি বিভাগে। খালেদ মাসুদ পাইলটকে সরিয়ে হাই-পারফরম্যান্সের ইউনিটের চেয়ারম্যান করা হয়েছে রাজ্জাককে। আর মাসুদকে করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। নির্বাচনের পর থেকে এই দায়িত্বে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

উইমেন্স উইংয়ে সবশেষ নারী প্রধান হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মনোয়ার আনিস খান মিনু। ২০০৭ সালের ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি বিসিবির ১১ সদস্যের অস্থায়ী কার্যনির্বাহী কমিটিতে জায়গা পান। ২০০৮ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন মিনু।

এরপর ২০০৯, ২০১২, ২০১৩, ২০১৭, ২০২১ এবং সবশেষ ২০২৫ সালে পরিচালনা পর্ষদের নির্বাচনে সরাসরি কোনো নারী প্রার্থী বিসিবির পরিচালক নির্বাচক হতে পারেননি। ২০২৫ পরিচালনা পর্ষদে রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনিত পরিচালক হিসেবে জায়গা পেয়েছেন।

মন্তব্য করুন: