নতুন ২ খেলোয়াড় নিয়ে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া
২০ নভেম্বর ২০২৫
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অভিষেক হতে যাচ্ছে ওপেনার জ্যাক ওয়েদারল্ড ও পেসার ব্রেন্ডান ডগেটের। এই দুই অভিষিক্তকে নিয়ে শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া ম্যাচের একাদশ দিয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ঘোষণা করা একাদশ থেকে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার বোউ ওয়েবস্টার। ফিরেছেন মার্নাস লাবুশেন। নিজের পুরোনো তিন নম্বর পজিশনে ব্যাট করবেন তিনি।
চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় পেস আক্রমণে ডগেটের আগমন অনেকটা অনুমিতই ছিল। তিনি একাদশে এসেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়া হ্যাজেলউডের বদলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ বছর বয়সী ডানহাতি এই পেসার ৫০ ম্যাচে প্রায় সাড়ে ২৬ গড়ে শিকার করেছেন ১৯০ উইকেট।
অন্যদিকে ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গে জুটি বাধবেন ওয়েদারল্ড। ২০২৪ সালের শুরুতে ডেভিড ওয়ার্নারের অবসরের পর বাঁহাতি এই ওপেনার হতে যাচ্ছেন ওপেনিংয়ে খাজার ষষ্ঠ সঙ্গী। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ বছর বয়সী এই ব্যাটার ১৪৫ ইনিংসে ৩৭ দশমিক ৪৭ গড়ে ৫ হাজার ৩২২ রান করেছেন, সেঞ্চুরি ১৩টি।
২০১৯ সালের পর এবারই প্রথম দুই অভিষিক্তকে নিয়ে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেবার ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে একসঙ্গে ব্যাগি গ্রিন পেয়েছিলেন কার্টিস প্যাটারসন ও জাই রিচার্ডসন।
অন্যদিকে ২০১১ সালের পর এবারই প্রথম অ্যাশেজের এক টেস্টে দুইজনের অভিষেক হচ্ছে। ২০১১ সালে সিডনি টেস্টে খাজা ও মাইকেল বিয়ারের অভিষেক হয়েছিল।
অস্ট্রেলিয়ার সবশেষ ৭ টেস্টে নিয়মিত মুখ ছিলেন ওয়েবস্টার। তবে অলরাউন্ডার হিসেবে গ্রিনের ওপর আস্থা রাখায় জায়গা হারিয়েছেন তিনি।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়া একাদশ:
উসমান খাজা, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, স্কট বোল্যান্ড, ব্রেন্ডান ডগেট।















মন্তব্য করুন: