বিশ্বকাপ চলাকালে ছুটিতে যেতে পারেন হেনরি-ফার্গুসন

৭ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ চলাকালে ছুটিতে যেতে পারেন হেনরি-ফার্গুসন

চোট কাটিয়ে নিউ জিল্যান্ডের টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন ম্যাট হেনরি লকি ফার্গুসন। তবে বিশ্বকাপ চলাকালে যে কোনো পর্যায়ে দেশে ফিরে যেতে পারেন এই দুই পেসার। সন্তানসম্ভবা সঙ্গীদের পাশে থাকতে টুর্নামেন্টের মাঝে প্রয়োজনে স্বল্প সময়ের পিতৃত্বকালীন ছুটি পাবেন তারা।

বুধবার মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউ জিল্যান্ড। হেনরি ফার্গুসন এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন আরেক পেসার অ্যাডাম মিল্ন, ওপেনার ফিন অ্যালেন মার্ক চ্যাপম্যান।

তবে তাদের সবাই এখনই মাঠে নামতে প্রস্তুত নয়। দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানায়, সবার মাঠে ফেরার জন্য আলাদা আলাদা পরিকল্পনা দেওয়া হয়েছে এবং বিশ্বকাপের শুরুর আগে সবাই ফিট হয়ে উঠবেন।

প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন জ্যাকব ডাফি। মূল পেসারদের চোটের কারণে সুযোগ পেয়ে দারুণ বোলিং করা এই পেসার বর্তমানে টি-টুয়েন্টি বোলারদের ্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছেন।

দলে জায়গা হয়নি গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো টিম রবিনসনের। এখন পর্যন্ত ২০ ইনিংসে ডানহাতি এই ব্যাটার ৩১ দশমিক ৭৬ গড় ১৩৮ দশমিক ৮১ স্ট্রাইক রেটে ৫৪০ রান করেছেন। মূল দলের সবাই চোট কাটিয়ে ওঠায় ২৩ বছর বয়সী এই ওপেনারকে বাইরে চলে যেতে হয়েছে।

আগামী ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন নিউ জিল্যান্ড।ডিগ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কানাডা সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বকাপের আগে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে কিউইরা।

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি. ড্যারিল মিচেল, অ্যাডাম মিল্ন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট, ইশ সোধি।

ট্রাভেলিং রিজার্ভ: কাইল জেমিসন।

মন্তব্য করুন: