২ দিনেই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার ক্ষতি ২৪ কোটি টাকা
২৩ নভেম্বর ২০২৫
রেকর্ড আয়ের বছর আসছে — এমন ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দুই দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকার রাজস্ব হারিয়েছে তারা।
মিচেল স্টার্কের নেতৃত্বে পেসারদের আগুন ঝরানো বোলিংয়ের পর ট্র্যাভিস হেডের বিধ্বংসী শতকে শনিবার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনেই ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।
বার্তা সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) রোববারের এক প্রতিবেদনে বলা হয়, ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি থেকে সিএর আয় করার কথা ছিল ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৩ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকার কিছু বেশি।
পার্থের অপ্টাস স্টেডিয়ামে প্রথম দুই দিনে মাঠে উপস্থিত হন রেকর্ড ১ লাখ ১৫ হাজার ১৪ জন দর্শক। শুক্রবার প্রথম দিন স্টেডিয়ামে ছিলেন ৫১ হাজার ৫৩১ জন, দ্বিতীয় দিন সেই সংখ্যা ছিল ৪৯ হাজার ৯৮৩ জন। তৃতীয় দিনের টিকিটও প্রায় শেষ হয়ে গিয়েছিল।
গত বছর এই মাঠে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে চার দিনে শেষ হওয়া ম্যাচে উপস্থিত হয়েছিলেন ৯৬ হাজার ৪৬৩ জন দর্শক।
অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দেওয়া হেড ম্যাচ শেষে বলেন, “আগামীকাল যারা আসতে পারবে না, তাদের জন্য খারাপ লাগছে। আমার মনে হয় কালও মাঠ ভরে যেত।”
শনিবার খেলা শুরুর আগেই সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ কিছুটা রসিকতা করে জানিয়েছিলেন, ম্যাচটি হয়তো তৃতীয় দিন পর্যন্ত যাবেই না।
ম্যাচ আগে শেষ হলে অর্থনৈতিক ক্ষতি কেমন হতে পারে এ বিষয়ে এসইএন রেডিওকে তিনি বলেন, “অনেক অংশীদারেরই ক্ষতি হবে। প্রথমত সম্প্রচার সংস্থার। আমাদের ক্রিকেট বোর্ডেরও হবে, বিশেষ করে টিকিট বিক্রি না হওয়ায়। আমাদের স্পনসর ও অন্যান্য অংশীদারদেরও ক্ষতি। এই সিরিজের আর্থিক প্রভাব অনেক বড়।”
পেসারদের দাপটের ম্যাচে প্রথম দিনই পড়েছিল ১৯ উইকেট। স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে যাওয়া ইংল্যান্ডের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩২ ওভার ৫ বল। এরপর ইংলিশ পেস তোপে ৪৫ ওভার ২ বলে ১৩২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
৪০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ৩৪ ওভার ৪ বলে অলআউট হয় ১৬৪ রানে। আর ২০৫ রানের লক্ষ্য ২৮ ওভার ২ বলে তাড়া করে জেতে অস্ট্রেলিয়া।
আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে।















মন্তব্য করুন: