দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বাংলাদেশ

২০ নভেম্বর ২০২৫

দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বাংলাদেশ

মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়ার পর স্পিনারদের নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে আইরিশরা এখনও পিছিয়ে আছে ৩৭৮ রানে, হাতে আছে ৫ উইকেট।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে সফরকারীরা। এর আগে ৪৭৬ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় আয়ারল্যান্ডের। তবে একাদশ ওভারে পল স্টার্লিংকে (২৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৪১ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। এরপর শেষ বেলায় নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে শুরু করেন স্পিনাররা।

অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে (২১) তুলে নেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ক্যাড কারমাইকেলকে (১৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে কার্টিস ক্যাম্ফারকে (০) বোল্ড করেন মুরাদ। হ্যারি ট্যাক্টরকে (১৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম।

এরপর অভিষিক্ত স্টিফেন ডোয়েনিকে (২*) নিয়ে দিনের শেষ ২৯ বল বিপদ ছাড়া পার করেন লরকান টাকার (১১*)।

এর আগে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশের সবার নজর ছিল ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিকের দিকে। দিনের দ্বিতীয় ওভারে ১ রান নিয়ে টেস্ট ইতিহাসে একাদশ খেলোয়াড় হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাকান অভিজ্ঞ এই ব্যাটার। ক্যারিয়ারের ১৩তম শতক হাঁকিয়ে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন তিনি।

সেঞ্চুরির পর ১০৬ রান করে আউট হন মুশফিক। এরপর মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। সাদা পোশাকের ক্রিকেটে ১৫ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন তিনি। সবশেষ শতকটি আসে গত বছর আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে।

দ্বিতীয় সেশনে ২১ ওভার ১ বল খেলার পর বাংলাদেশ অলআউট হলে সরাসরি চা বিরতি নেওয়া হয়।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: