ম্যাকব্রাইনের ঘূর্ণিতে ১ম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২৫
আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় টেস্টের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু অ্যান্ডি ম্যাকব্রাইনের ঘূর্ণিতে দৃশ্যপট পরিবর্তন হতে সময় লাগল না খুব বেশি। প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। সবকটি উইকেটই নিয়েছেন ম্যাকব্রাইন।
প্রথম টেস্টের মতো এদিনও দলকে দারুণ শুরু এনে দেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩৫ রান করা সাদমানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৫২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাকব্রাইন।
এরপর আইরিশ স্পিনে চাপের মধ্যে পড়ে রান তুলতে হিমশিম খান ব্যাটাররা। ম্যাকব্রাইনকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ দিয়ে ফেরেন জয় (৩৪)। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সাজঘরের পথ দেখেন দ্রুত। ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকানোর পরের বলেই ফেরেন বোল্ড হয়ে ৮ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
মুমিনুল হক ১৭ ও শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ৩ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: