উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরলেন উইলিয়ামসন

২৪ নভেম্বর ২০২৫

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরলেন উইলিয়ামসন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে ফেরানো হয়েছে নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনকে। ডিসেম্বরে তিন ম্যাচের এই সিরিজের জন্য সোমবার ঘোষণা করা এই দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার ব্লেয়ার টিকনার ও তরুণ প্রতিভা জ্যাক ফোকসকেও।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসর সাবেক অধিনায়ক উইলিয়ামসন সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি। সিরিজে ব্ল্যাকক্যাপসরা ৩০ ব্যবধানে জয় পায়।

৩৫ বছর বয়সী এই ব্যাটারকে নিয়ে কোচ রব ওয়াল্টার বলেন, “মাঠে কেইনের সামর্থ্যই সব কিছু বলে দেয়। টেস্ট দলে তার নেতৃত্ব ও দক্ষতা দুটোই পাওয়া দারুণ ব্যাপার। সে কিছুটা সময় পেয়েছে লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নেওয়ার জন্য।

আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা ড্যারিল মিচেলও দলে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করার সময় কুঁচকির চোটে পড়ার পর শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি।

পেসার উইল ও'রোর্ক ও বেন সিয়ার্স চোটের কারণে দলে নেই। আর কাইল জেইমিসন অন্তত প্রথম টেস্টে খেলতে পারবেন না। এতে দুই বছরেরও বেশি সময় পর টিকনারের চতুর্থ খেলার সুযোগ তৈরি হয়েছে।

৩২ বছর বয়সী টিকনার অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ৩১ বছর বয়সী জ্যাকব ডাফিকেও দলে রাখা হয়েছে।

২৩ বছর বয়সী ফোকস জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে অভিষেক টেস্টে নয় উইকেট নিয়েছিলেন।

টেস্ট সিরিজ শুরু হবে ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও টাউরাঙ্গায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নিউ জিল্যান্ড দল:

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

মন্তব্য করুন: