দ্বিতীয় অ্যাশেজ টেস্টে ইংল্যান্ড একাদশে জ্যাকস
২ ডিসেম্বর ২০২৫
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের হয়ে তিন বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছেন উইল জ্যাকস। ব্রিসবেনে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দিবা-রাত্রির এই ম্যাচের দুই দিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংলিশরা।
চোটের কারণে মঙ্গলবার ঘোষণা করা একাদশ থেকে বাদ পড়েছেন চোটে থাকা ফাস্ট বোলার মার্ক উড। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি। ইংল্যান্ডের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন জ্যাকস।
২০২২ সালে পাকিস্তান সফরে টেস্ট অভিষেক হওয়া জ্যাকস সেই সিরিজেই কেবল দুটি ম্যাচ খেলেছিলেন। অভিষেক টেস্টে অফস্পিনে নিয়েছিলেন ৬ উইকেট। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার গত দুই মৌসুমে কেবল পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
সাম্প্রতিক সময়ে টেস্টে ইংল্যান্ড দলের নিয়মিত স্পিনার শোয়েব বশিরের বদলে জ্যাকসকে একাদশে নেওয়ার কারণ হিসেবে তার ব্যাটিং সক্ষমতা ভূমিকা রেখেছে বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। ব্যাটিংয়ে আট নম্বরে বাড়তি শক্তি জোগাবেন জ্যাকস।
দিবা-রাত্রির টেস্টে তাকে দলে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত বলে জানান অধিনায়ক বেন স্টোকস। এক্ষেত্রে তিনি গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার ন্যাথান লায়নকে ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন।
“তারা (অস্ট্রেলিয়া) এখানে অনেক দিবা-রাত্রির ক্রিকেট খেলে। যেভাবে তারা তাদের স্পিনারকে আক্রমণের একটা অপশন হিসেবে ব্যবহার করে, অথবা দ্রুত ওভার শেষ করে যেন ফ্লাডলাইটের আলোয় নতুন বলে বেশি সময় পেতে পারে – এই দুই বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে।”
পার্থে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুই দিনেই ৮ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ:
বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেইমি স্মিথ, উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।















মন্তব্য করুন: