নতুন চোটে ফেরার অপেক্ষায় থাকা হ্যাজেলউড
৫ ডিসেম্বর ২০২৫
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা জশ হ্যাজেলউড নতুন চোটে পড়েছেন। ফলে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অস্ট্রেলিয়ার এই পেসারের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টেও ফেরার সম্ভাবনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, গোড়ালির চোটে পড়েছেন হ্যাজেলউড। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে আবার দৌড়াতে ও বোলিং অনুশীলন শুরু করতে পারবেন।
ইংল্যান্ডের পার্থে অনুষ্ঠিত হওয়া অ্যাশেজের প্রথম টেস্টের দলে ছিলেন হ্যাজেলউড। কিন্তু শেফিল্ডের ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় শেষ পর্যন্ত দল থেকে ছিটকে যান তিনি। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় জায়গা হয়নি ব্রিসবেনে চলমান দ্বিতীয় টেস্টের দলেও। বোলিং অনুশীলনে ফেরার পর এবার নতুন করে চোটে পড়লেন তিনি।
এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, বাস্তবার ভিত্তিতে আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা এমনিতেও ছিল না হ্যাজেলউডের। ফলে মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ দুই টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন ৩৪ বছর বয়সী এই পেসার।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রথম দুই টেস্টে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও খেলতে পারেননি। ফলে মিচেল স্টার্কের নেতৃত্বে তুলনামূলক অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই মাঠে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।















মন্তব্য করুন: