মাঠে লুটিয়ে পড়লেন ঢাকা ক্যাপিটালস কোচ মাহবুব, হাসপাতালে মৃত্যু
২৭ ডিসেম্বর ২০২৫
ম্যাচ শুরুর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গা গরমে ব্যস্ত ছিলেন দুই দলের ক্রিকেটাররা। হঠাৎ মাটিতে পড়ে যান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। সেখানেই তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জামিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই পেস বোলিং কোচ।
শনিবার সিলেটে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচের আগে এই ঘটনা ঘটে। মৃত্যুর সময় মাহবুবের বয়স হয়েছিল ৫৯ বছর।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের বিশেষজ্ঞ পেস বোলিং কোচ হিসেবে কাজ করা মাহবুব এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে দুপুর ১টা ৫৮ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ক্যাপিটালস জানায়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
ঢাকার প্রধান কোচ টবি র্যাডফোর্ড আসার আগ পর্যন্ত দলের প্রস্তুতি দেখভাল করেছেন মাহবুব। এরপর কাজ চালিয়ে যাচ্ছিলেন সহকারী হিসেবে।
খেলোয়াড়ি জীবনে পেসার হিসেবে খেলা মাহবুব জাতীয় দলে খেলার সুযোগ পাননি। জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেছেন কুমিল্লা জেলার হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন আবাহনী, ধানমন্ডির মতো ক্লাবে। খেলা ছাড়ার পর তিনি নাম লেখান কোচিংয়ে। বিসিবির সঙ্গে তার সম্পর্কের শুরু ২০০৮ সালে হাই পারফরম্যান্স কোচ হিসেবে।















মন্তব্য করুন: