রাজশাহীকে হারিয়ে বিপিএল শুরু ঢাকার

২৭ ডিসেম্বর ২০২৫

রাজশাহীকে হারিয়ে বিপিএল শুরু ঢাকার

বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে রানউৎসবের দেখা মিললেও পরদিনই যেন বদলে গেল সেই চিত্র। বড় লক্ষ্য তাড়া করে জয় পাওয়া রাজশাহী ওয়ারিয়র্স এদিন কোনো মতে পার করেছে ১৩০ রান। ছোট লক্ষ্য তাড়ায় লড়াই করতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকেও। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয়ে এবারের আসর শুরু করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩২ রান তোলে রাজশাহী। জবাবে ৭ বল আগে লক্ষ্যে পৌঁছায় ঢাকা।

আগের দিন এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সুবাদে সহজেই তাড়া করেছিল রাজশাহী। কিন্তু এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা দলটির ভিন্ন চিত্র দেখা গেল। দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম ও সালমান মির্জার বোলিংয়ে রান তুলতেই হিমশিম খায় তারা।

৩৯ রানের মধ্যে দুই ওপেনার সাহিবজাদা ফারহান (০) ও তানজিদ হাসান তামিমকে (২০) হারায় রাজশাহী। তৃতীয় উইকেটে দলের চাপ সামাল দেওয়ার চেষ্টা করা ইয়াসির আলী ও শান্তকে পরপর দুই ওভারে ফেরান ইমাদ। ইয়াসিরের (১৩) বিদায়ে ৩০ রানের জুটি ভাঙার পর দলীয় সর্বোচ্চ ৩৭ রান করে বিদায় নেন শান্ত।

এরপর মুশফিকুর রহিমের ২৪ ও মোহাম্মদ নাওয়াজের অপরাজিত ২৬ রান ছাড়া আর কেউই ব্যাট হাতে দুই অঙ্কের দেখা পাননি।

বাঁহাতি স্পিনে ১৬ রানে ৩ উইকেট নেন ইমাদ। আর বাঁহাতি পেসে ১৭ রানে ১ উইকেট নেন সালমান। নাসির হোসেনের শিকার ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুতেই সাইফ হাসানকে হারায় ঢাকা। দ্বিতীয় ওভারে ১ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। তবে পরের ব্যাটারদের ছোট ছোট ইনিংসে জয়ের পথে থাকে ঢাকা। দলীয় ৯৮ রানে নাসিরের (১৯) বিদায়ে পঞ্চম উইকেটের পতনের পর শামীম হোসেন (১৭*) ও সাব্বির রহমানের (২১*) ঝড়ো ৩৬ রানের জুটিতে জয় পায় দলটি।  

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: