খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের মঙ্গলবারের ম্যাচ বাতিল
৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবারের বিপিএলের দুটি ম্যাচ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ দুটির পরিবর্তিত সূচি পরবর্তীতে জানানো হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিএনপি জানায়, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পর তার ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে বিপিএলের ম্যাচ দুটি বাতিলের কথা জানায় বিসিবি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচগুলো পরবর্তীতে আয়োজন করা হবে।















মন্তব্য করুন: